ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৯ মে) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক এই আদেশ দেন।
এদিন সকাল সাড়ে ১০টার দিকে ফারিয়াকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় আনা হয় এবং পরবর্তীতে আদালতে তোলা হয়। শুনানিকালে মামলার তদন্ত কর্মকর্তা তাকে কারাগারে পাঠানোর আবেদন জানান। অপরদিকে, ফারিয়ার আইনজীবীরা জামিনের আবেদন করেন, কিন্তু আদালত তা নাকচ করে দেন।
ফারিয়ার গ্রেফতারের ঘটনায় শোবিজ অঙ্গনের অনেকেই ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন। অভিনেত্রী আজমেরী হক বাঁধন তার ব্যক্তিগত ফেসবুক পেজে এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।
তিনি লিখেছেন, “এই মেয়েটির কোনো দোষ নেই। সে মোটেই দায়ী নয়। যারা ফ্যাসিবাদী শাসন চালিয়ে সাধারণ মানুষের ওপর অত্যাচার করেছে, তাদের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই।”
বাঁধন আরও লেখেন, “বর্তমান পরিস্থিতি এবং ব্যবস্থা নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। আমরা এমন দেশে বাস করি না, যেখানে ন্যায়বিচার সাধারণভাবে প্রচলিত। তবে এবারের ঘটনাটি একেবারেই গ্রহণযোগ্য নয়।”
উল্লেখ্য, গত ১৮ মে দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয় এবং সেখান থেকে তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্ত শেষে মামলায় গ্রেফতার দেখানো হয়।