হত্যাচেষ্টা মামলায় ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ১৯ মে (সোমবার) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা এসআই বিল্লাল ভূঁইয়া তার রিমান্ড চেয়ে আবেদন করলে, অপরদিকে আসামিপক্ষ জামিন আবেদন করে।
উভয় পক্ষের শুনানি শেষে ম্যাজিস্ট্রেট নাজনীন আক্তার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আগামী ২২ মে জামিন শুনানির পরবর্তী দিন ধার্য করা হয়েছে।
এর আগে ১৮ মে দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং পরে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।
উল্লেখ্য, ভাটারা এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ঘটে যাওয়া এক হত্যাচেষ্টা মামলায় নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ, ভাবনা, জায়েদ খানসহ মোট ১৭ জন শিল্পী ও আওয়ামী লীগ সরকারের ২৮৩ জন কর্মকর্তাকে আসামি করা হয়। অভিযোগে বলা হয়, তারা আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নিয়ে রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার ও অর্থ সহায়তা দিয়েছেন।
নুসরাত ফারিয়া ক্যারিয়ার শুরু করেন রেডিও জকি হিসেবে। পরবর্তীতে উপস্থাপনা ও নাটকে অভিনয়ের পর ২০১৫ সালে “আশিকী” সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার।
বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার সিনেমায় কাজ করে তিনি খ্যাতি অর্জন করেন। বর্তমানে তার বিরুদ্ধে মামলাটি বিনোদন জগতজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।