শোনা গেছে এবার বিয়ে করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। পাত্রী বাংলাদেশ ও আমেরিকার মেকওভার আর্টিস্ট। তাহসান খান ২০০৬ সালে ৩ আগস্ট বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বাংলাদেশের আরেক জনপ্রিয় মডেল ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে। ২০১৩ সালে তাদের একমাত্র সন্তান হয় আইরা তেহরিম খান।
সম্পর্কে এক পর্যায়ে যবনিকাপাত হলেও বিয়ের পরে এ জুটি একাধিক নাটকে অভিনয় করেছেন। ‘আমার গল্পে তুমি’, ‘মিস্টার অ্যান্ড মিসেস’, ‘ল্যান্ডফোনের দিনগুলোতে প্রেম’, ‘মধুরেন সমাপয়েত’ নাটকসহ বেশ কয়েকটি নাটকে অভিনয় করেছেন। নাটক ছাড়াও এ জুটি একসঙ্গে গানও গেয়েছেন । দীর্ঘ ১১ বছরের সংসার শেষে বিচ্ছেদ হয় এ জুটির।
২০১৭ সালের মে মাসে তাহসান খানের ভেরিফাইড পেইজ থেকে তাদের বিবাহ বিচ্ছেদের অফিসিয়ালি ঘোষণা প্রকাশ করেন তাহসান মিথিলা। এই বিচ্ছেদের ঘটনা মেনে নিতে পারেননি অসংখ্য ভক্ত-দর্শকরা। মিথিলা ২০১৯ সালে ভারতীয় চলচ্চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে বিয়ে করলেও তাহসানের ব্যাপারে এমন কোনো সংবাদ পাওয়া যায়নি। সেই থেকে এ নিয়ে ভক্ত দর্শকদের জল্পনা-কল্পনার শেষ ছিলো না। এবার বিবাহ বন্ধনের খবরে অবশেষে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটলো। তবে , তাহসান বা তার পরিবারের পক্ষ থেকে এখনো কোনো তথ্য জানা যায়নি।
শায়লা শারমিন রিমা
দৈনিক সকাল , ঢাকা।