মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
৭ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

বিনোদন

চলে গেলেন গুণী অভিনেত্রী অঞ্জনা রহমান

নিউজ ডেস্ক

প্রকাশঃ ০৪ জানুয়ারী ২০২৫, ০২:২৯

চলে গেলেন গুণী অভিনেত্রী অঞ্জনা রহমান

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমান ৪ জানুয়ারি, শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর।

অঞ্জনা রহমান ১৫ দিন ধরে অসুস্থ ছিলেন। প্রাথমিকভাবে জ্বরের কারণে তার শরীর কেঁপে উঠতে শুরু করে। ওষুধ সত্ত্বেও কোনো উন্নতি না হওয়ায় চিকিৎসকের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। রক্তে সংক্রমণ ধরা পড়ার পর তাকে সিসিইউতে রাখা হয়, তবে অবস্থা ক্রমশ অবনতির দিকে যায় এবং শেষ পর্যন্ত তিনি মৃত্যুবরণ করেন।

অঞ্জনা রহমান বাংলাদেশের চলচ্চিত্র জগতে এবং আন্তর্জাতিক মঞ্চে সমানভাবে সুপরিচিত ছিলেন। নৃত্যশিল্পী হিসেবে তার ক্যারিয়ার শুরু হলেও তিনি চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়িকা হয়ে ওঠেন। যৌথ প্রযোজনা ও বিদেশি সিনেমায় তার অভিনয় দক্ষতা তাকে অনন্য উচ্চতায় পৌঁছে দেয়। ১৯৭৬ সালে চলচ্চিত্রে অভিষেকের পর তিনি তিন শতাধিক সিনেমায় কাজ করেছেন এবং দুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন।

এ সম্পর্কিত আরো খবর