বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫

পরীক্ষামূলক সংস্করণ

প্রাথমিক শিক্ষা

গণশিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে মাঠে নামছেন শিক্ষকরা

বেতনে না পোষালে অন্য পেশায় চলে যান’ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের এমন বক্তব্যে ক্ষুব্ধ হয়ে তার পদত্যাগের দাবিতে আজ মানববন্ধনের ডাক দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে সারাদেশের উপজেলা পর্যায়ে তারা এ মানববন্ধন করবেন। এ বিষয়ে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’র আহ্বায়ক ও […]

ফারজিন লিটু

২৯ জানুয়ারী ২০২৫, ১১:২১

বেতনে না পোষালে অন্য পেশায় চলে যান’ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. বিধান রঞ্জন রায় পোদ্দারের এমন বক্তব্যে ক্ষুব্ধ হয়ে তার পদত্যাগের দাবিতে আজ মানববন্ধনের ডাক দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে সারাদেশের উপজেলা পর্যায়ে তারা এ মানববন্ধন করবেন।

এ বিষয়ে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ’র আহ্বায়ক ও ‘বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি’র সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন গণমাধ্যমকে বলেন, গণশিক্ষা উপদেষ্টার বক্তব্যে প্রাথমিকের শিক্ষক সমাজ হতাশ। আমরা তার পদত্যাগের দাবিতে বুধবার (২৯ জানুয়ারি) মানববন্ধন করব।

তিনি আরও বলেন, বিকেল ৪টায় সারা দেশের সব উপজেলায় একযোগে এই কর্মসূচি পালন করা হবে।

প্রসঙ্গত, গত ২৬ জানুয়ারি দুপুরে চট্টগ্রাম নগরীর সার্কিট হাউসের সভাকক্ষে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সেখানে শিক্ষকদের উদ্দেশে গণশিক্ষা উপদেষ্টা বলেন, অবশ্যই আপনাদের (শিক্ষক) আর্থিক উন্নয়নের জন্য সরকারের উদ্যোগ আছে। কিন্তু যারা মনে করবেন যে, না আমার তো পোষাচ্ছে না, খুব ভালো, তাহলে আপনি প্রাথমিকে থাকবেন না, অন্য পেশায় চলে যান। আপনি একটা বিষয় ভেবে দেখেন, ভালো ভালো স্কুলে ভর্তির জন্য প্রতিযোগিতা হয়। তাহলে সরকারি প্রাইমারি স্কুলে হয় না কেন? মানুষ ভাবে, সরকারি প্রাইমারি স্কুল- এখানে তো পড়ালেখা হয় না। সুতরাং নিজেদের সম্পর্কে মানুষের এ নেতিবাচক ভাবনাটা পাল্টানোর জন্য হলেও কাজ করা দরকার।

পরে তার এ বক্তব্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হলে তিনি তার ব্যাখ্যা দেন। একই সঙ্গে প্রকাশিত খবরের প্রতিবাদও জানানো হয়।

বক্তব্যের ব্যাখ্যায় উপদেষ্টা বলেন, আমার বক্তব্য সম্পূর্ণ বিকৃতভাবে উপস্থাপিত হয়েছে। বক্তব্যের প্রাসঙ্গিকতা বাদ দিয়ে পূর্ণাঙ্গ তথ্যাদি উপস্থাপন না করে বিকৃত অর্ধসত্য বক্তব্য উপস্থাপিত হয়েছে।

শিক্ষাঙ্গন

বহুমুখী বালিকা বিদ্যালয়ে পিঠা উৎসব অনুষ্ঠিত  

মোঃ জয়নাল আবেদিন জয়,ব্যুরো প্রধান রাজশাহী  উৎসবমুখর পরিবেশে রাজশাহীর ঐতিহ্যবাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে ২দিনব্যাপী পিঠা উৎসব শুরু হয়েছে। বুধবার ৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ পিঠা উৎসবের উদ্বোধন করা হয়। রাজশাহীর বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পিঠা উৎসবের উদ্বোধন করেন। এসময় স্কুলের সভাপতি রাজশাহীর […]

প্রতিনিধি ডেস্ক

০৬ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৪

মোঃ জয়নাল আবেদিন জয়,ব্যুরো প্রধান রাজশাহী 

উৎসবমুখর পরিবেশে রাজশাহীর ঐতিহ্যবাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে ২দিনব্যাপী পিঠা উৎসব শুরু হয়েছে। বুধবার ৫ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ সকাল ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ পিঠা উৎসবের উদ্বোধন করা হয়। রাজশাহীর বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পিঠা উৎসবের উদ্বোধন করেন। এসময় স্কুলের সভাপতি রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল,  স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আনিছুর রহমান, সিনিয়র শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ফরহাদ আহা‌মেদসহ স্কুলের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। 

স্কুল ক্যাম্পাসের কড়াই চত্বর জুড়ে অনুষ্ঠিত হয়েছে এ পিঠা উৎসব। স্কুল কর্তৃপক্ষ এ উৎসবের আয়োজন করে। পিঠা উৎসবে বসেছে হরেক রকমের পিঠার মেলা। স্টলে স্টলে সারি সারি পিঠার মনোমুগ্ধকর প্রদর্শন।

কেউ বানিয়েছেন বকুল পিঠা, কেউ বানিয়েছেন পুলি পিঠা, কেউবা গোলাপ পিঠা, বউপিঠা, পুলি পিঠা ও চন্দ্র পুলিসহ নানা নামের ও রংয়ের মুখরোচক পিঠা। শিক্ষার্থীদের তৈরিকৃত এসব পিঠা দেখতে স্টলে স্টলে ভিড় করেছে দর্শনার্থীরা।