মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫

পরীক্ষামূলক সংস্করণ

উচ্চশিক্ষা

রাতের আঁধারে রাবির ৫ হলে কোরআন পুড়িয়েছে ‘দুর্বৃত্তরা’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সৈয়দ আমীর আলী হল, শহীদ হবিবুর রহমান হল, মতিহার হল, মাদার বখ্শ হল ও শহীদ জিয়াউর রহমান হলে পবিত্র কোরআন শরীফ পোড়ানোর ঘটনা ঘটেছে। এছাড়া হলের দেয়ালে নানা চিহ্ন আঁকা হয়েছে। রোববার (১২ জানুয়ারি) সকালে প্রথমে জিয়া হলে পোড়া কোরআন দেখতে পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানায় হলের শিক্ষার্থীর। ধারণা, শনিবার দিবাগত রাতে এগুলো […]

নিউজ ডেস্ক

১২ জানুয়ারী ২০২৫, ১৭:৫৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সৈয়দ আমীর আলী হল, শহীদ হবিবুর রহমান হল, মতিহার হল, মাদার বখ্শ হল ও শহীদ জিয়াউর রহমান হলে পবিত্র কোরআন শরীফ পোড়ানোর ঘটনা ঘটেছে। এছাড়া হলের দেয়ালে নানা চিহ্ন আঁকা হয়েছে। রোববার (১২ জানুয়ারি) সকালে প্রথমে জিয়া হলে পোড়া কোরআন দেখতে পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানায় হলের শিক্ষার্থীর। ধারণা, শনিবার দিবাগত রাতে এগুলো পোড়ানো হয়েছে। তবে কে বা কারা কোন উদ্দেশ্যে এমনটি করেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনার বর্ণনা দিয়ে সৈয়দ আমীর আলী হলের এক আবাসিক শিক্ষার্থী বলেন, সকালে হলের মুক্তমঞ্চে পোড়ানো কোরআন শরীফ দেখতে পাই। এরপর প্রশাসনকে বিষয়টি জানানো হয়। তিনি বলেন, এটা ইচ্ছাকৃতভাবেই উস্কানিমূলক ঘটনা। কোনো একটি পক্ষ সাম্প্রদায়িক দাঙ্গা ও অস্বাভাবিক পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং দোষীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান তিনি।

এ বিষয়ে সৈয়দ আমীর আলী হলের প্রাধ্যক্ষ অধ্যাপক হারুনর রশীদ বলেন, কোনো ধর্মের এমন অবমাননা সহ্য করার মতো নয়। হল প্রশাসন এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে বিষয়টি জানানো হয়েছে। যারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করছে তাদেরকে শক্ত হাতে দমন করা হবে।

এই ঘটনার পর ক্যাম্পাসে শিক্ষার্থীদের উত্তেজনা বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। বিকেল পৌনে তিনটা থেকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধন ও বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

এদিকে, এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীবসহ প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তারা ঘটনাস্থলগুলো পরিদর্শন করেছেন। পরে দুপুরে সাড়ে ১২টার দিকে শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে এক জরুরি প্রেস ব্রিফিং করেন তিনি।

এ সময় উপাচার্য জানান, ঘটনা তদন্তে ৯ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোহা. ফরিদ উদ্দীন খানের সভাপতিত্বে এই কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে প্রাথমিক প্রতিবেদন ও ৭ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটি গঠনের আগে উপাচার্য শৃঙ্খলা উপ-কমিটির সাথেও একটি জরুরি সভা করেছেন।

কোরআন পোড়ানোর ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন উপাচার্য। উদ্ভূত পরিস্থিতিতে সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, এই হীন ঘটনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাম্প্রদায়িক ও আন্তঃধর্ম সম্প্রীতি নষ্ট করার চক্রান্ত। এই ঘটনাকে পুঁজি করে যাতে সুযোগসন্ধানী চক্র কোনো প্রকার সুবিধা গ্রহণ করতে না পারে সে বিষয়ে সকলকে সতর্ক থাকতে বলেন। পরিস্থিতি মোকাবেলায় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার আহ্বান জানিয়েছে।

শিক্ষাঙ্গন

শাবি’-র ‘গ্রিন এক্সপ্লোর সোসাইটি’র সভাপতি জাহ্নবী, সাধারণ সম্পাদক হাসিব

মাহবুবুল ইসলাম ; শাবিপ্রবি প্রতিনিধি:  শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পরিবেশ বিষয়ক একমাত্র সংগঠন ‘গ্রিন এক্সপ্লোর সোসাইটি’র ১১ম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট বিভাগের শিক্ষার্থী জাহ্নবী দত্ত এবং সাধারণ সম্পাদক হিসেবে একই বিভাগের শিক্ষার্থী হাসিবুর রহমান মোল্লা মনোনীত হয়েছেন। বুধবার (১২ মার্চ) সংগঠনের আয়োজিত ইফতার মাহফিলে নতুন […]

প্রতিনিধি ডেস্ক

১৩ মার্চ ২০২৫, ০২:০৬

মাহবুবুল ইসলাম ; শাবিপ্রবি প্রতিনিধি: 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) পরিবেশ বিষয়ক একমাত্র সংগঠন ‘গ্রিন এক্সপ্লোর সোসাইটি’র ১১ম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্ট বিভাগের শিক্ষার্থী জাহ্নবী দত্ত এবং সাধারণ সম্পাদক হিসেবে একই বিভাগের শিক্ষার্থী হাসিবুর রহমান মোল্লা মনোনীত হয়েছেন।

বুধবার (১২ মার্চ) সংগঠনের আয়োজিত ইফতার মাহফিলে নতুন কমিটি ঘোষণা করেন কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. রমজান হোসেন রনি এবং সাধারণ সম্পাদক তানজিয়া জাহান মনি। 

কমিটির অন্য সদস্যরা হলেন, সহসভাপতি হিসেবে মুনতাসিম আজিজ রাহিন, ফারিহা ফারহাত আহমেদ, হাফিজা বেগম বুলি। সহ-সাধারণ সম্পাদক জাহিদ হাসান জিহাদ।

সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. আলিয়ুর রহমান, গবেষণা পরিষদ প্রধান ফৌজিয়া নূর, জি-স্টুডিও পরিষদ প্রধান মোহাম্মদ হানিফ হাসান নিশান , জি রেস্কিউ অ্যান্ড অ্যাডভেঞ্চার পরিষদ প্রধান কাজী সেফায়েত , অর্থ সম্পাদক সুমাইয়া বিনতে সাদেক শান্তু, প্রচার ও তথ্যপ্রযুক্তি সম্পাদক মুসরিফা আক্তার উর্মি, সহকারী প্রচার ও তথ্যপ্রযুক্তি সম্পাদক মাহবুবুল ইসলাম ও নুসাইবা মাহপারা সাবা, প্রকাশনা সম্পাদক আল মাহমুদ মাহিন ও নাজমুস সাকিব হুমাইরা এছাড়াও দপ্তর সম্পাদক হিসেবে তাহমিনা পারভিন তানিয়া মনোনীত হয়েছেন।

শিক্ষাঙ্গন

আহত শিক্ষার্থীদের তালিকা জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে হস্তান্তর

সাইফুল্লাহ মাসুম,বেরোবি প্রতিনিধি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে গত বছরের জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা ফরম জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে হস্তান্তর করা হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি, ২০২৫) সকালে রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কার্যালয়ে বেরোবির ৩৬জন আহত শিক্ষার্থীর আর্থিক সহয়তা ফরম হস্তান্তর করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী। এ […]

প্রতিনিধি ডেস্ক

২৬ ফেব্রুয়ারী ২০২৫, ২০:২৪

সাইফুল্লাহ মাসুম,বেরোবি প্রতিনিধি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে গত বছরের জুলাই-আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা ফরম জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি, ২০২৫) সকালে রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন কার্যালয়ে বেরোবির ৩৬জন আহত শিক্ষার্থীর আর্থিক সহয়তা ফরম হস্তান্তর করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

এ সময় উপাচার্য বলেন, শহীদ আবু সাঈদের ক্যাম্পাস বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় জুলাই বিপ্লবে অগ্রণী ভূমিকা পালন করে। এই আন্দোলনে অংশ নিয়ে অনেক শিক্ষার্থী শারীরিকভাবে আহত হয়েছেন। আহত শিক্ষার্থীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য গুরুত্ব সহকারে দ্রুত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান তিনি।

আর্থিক সহয়তা ফরম গ্রহণের সময় ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, প্রথমবারের মতো যথাযথ প্রক্রিয়া অবলম্বন করে বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে সর্বোচ্চ সংখ্যক আহতদের ফরম জমা পড়েছে। বেরোবির আহত শিক্ষার্থীদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস প্রদান করা হয়।

এসময় বেরোবিতে জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যূত্থানে আহত শিক্ষার্থীদের তালিকা, সুচিকিৎসা, আর্থিক সহযোগিতা কমিটির সদস্য সচিব মেডিকেল সেন্টারের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ডাঃ এ. এম. শাহরিয়ার, ছাত্র প্রতিনিধি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী মোঃ সোহাগ আলীসহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।

শিক্ষাঙ্গন

সাহরিতে প্রশাসনের নজরদারি, প্রশংসায় শেকৃবি শিক্ষার্থীরা

আশরাফুল ইসলাম,শেকৃবি প্রতিনিধি রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) রমজান মাসে শিক্ষার্থীদের খাবারের মান ও সেবার মান নিশ্চিত করতে গভীর রাতে ডাইনিং ও ক্যান্টিন পরিদর্শন করেছে শেকৃবি প্রশাসন। উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ, প্রক্টর অধ্যাপক ড. আরফান আলী ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. আশাবুল হক এ সময় উপস্থিত ছিলেন। শিক্ষার্থীদের জন্য […]

প্রতিনিধি ডেস্ক

১২ মার্চ ২০২৫, ১৯:৫২

আশরাফুল ইসলাম,শেকৃবি প্রতিনিধি

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) রমজান মাসে শিক্ষার্থীদের খাবারের মান ও সেবার মান নিশ্চিত করতে গভীর রাতে ডাইনিং ও ক্যান্টিন পরিদর্শন করেছে শেকৃবি প্রশাসন। উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ, প্রক্টর অধ্যাপক ড. আরফান আলী ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. আশাবুল হক এ সময় উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের জন্য মানসম্মত সাহরি ও ইফতার নিশ্চিত করতে ক্যাম্পাসের ডাইনিং ও ক্যান্টিনগুলো পরিদর্শনের উদ্যোগ নিয়েছে শেকৃবি প্রশাসন। এর অংশ হিসেবে গতকাল গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ প্রশাসনিক ব্যক্তিরা বিভিন্ন ডাইনিং ও ক্যান্টিন পরিদর্শন করেন, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং খাবারের মান, পরিবেশ ও মূল্য সম্পর্কে খোঁজ নেন তারা।

শিক্ষার্থীরা প্রশাসনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং খাবারের মান নিশ্চিত করতে এ ধরনের পরিদর্শন নিয়মিত করার আহ্বান জানান।

এ সময় প্রক্টর অধ্যাপক ড. আরফান আলী বলেন, “শিক্ষার্থীদের জন্য আমরা সর্বোচ্চ সচেষ্ট। ডাইনিং ও ক্যান্টিনের মান নিশ্চিত করতে নিয়মিত পরিদর্শন অব্যাহত থাকবে।”

ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. আশাবুল হক বলেন, “শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে আমরা পাশে আছি। রমজান মাসে তাদের খাবারের যেন কোনো অসুবিধা না হয়, তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।”

উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন, “শিক্ষার্থীদের কল্যাণে সবসময় কাজ করছি। রমজানে ডাইনিং ও ক্যান্টিনের সেবা নিশ্চিত করতে আমরা সরাসরি নজরদারি চালিয়ে যাচ্ছি।”