মোঃ ফকরুল- (ইডব্লিউইউ) প্রতিনিধিঃ
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী হামলায় নিহত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সাবেক ছাত্র এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য সাইফুল ইসলাম আলিফের গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে ইসকন নিষিদ্ধকরণের দাবিতে একটি মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, এ ধরনের সহিংস ঘটনা সমাজের শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে। তারা সকল ধর্মের মানুষের প্রতি সম্প্রীতির আহ্বান জানিয়ে বলেন, ধর্মীয় বিশ্বাসের নামে কোনো ধরনের হিংসাত্মক কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়।
বক্তারা আরও বলেন, এ ধরনের পরিস্থিতিতে মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে সংঘাত সৃষ্টির চেষ্টা করলে তা সাম্প্রদায়িক সম্প্রীতিকে ক্ষতিগ্রস্ত করবে। তারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও সাধারণ জনগণকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান এবং সংঘাত এড়াতে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখার অনুরোধ করেন।