মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫
৭ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

শিক্ষাঙ্গন

শিক্ষার মান উন্নয়নে নাঙ্গলকোট মডেল মহিলা কলেজের অভিভাবক সমাবেশ

নিউজ ডেস্ক

প্রকাশঃ ২৬ নভেম্বর ২০২৪, ২১:৫২

শিক্ষার মান উন্নয়নে নাঙ্গলকোট মডেল মহিলা কলেজের অভিভাবক সমাবেশ

আমজাদ শিবলু :(নোয়াখালী সেনবাগ প্রতিনিধি) 

কলেজে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে কুমিল্লা নাঙ্গলকোট মডেল মহিলা কলেজের আয়োজনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬-নভেম্বর)  কলেজ মিলনায়তনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভূমি আপিল বোর্ডের সাবেক সচিব ও কলেজ গর্ভনিংবডির সভাপতি মো. আবু তালেব, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন মুকুল, বিশিষ্ট সমাজ সেবক বশিরুজ্জামান খান, নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা, মোহাম্মদ নোমান।

এসময় বক্তব্য রাখেন অভিভাবক সদস্য হাসান আহমেদ খন্দকার, আবু ইউসুফ, ফেরদাউস আক্তার, কলেজ শিক্ষক সালাহ উদ্দিন ভূঁইয়া, মিজানুর রহমান ফরহাদ, নজির আহমেদ প্রমুখ। সভায় বক্তারা কলেজের শিক্ষার মান উন্নয়ন  সহ অবকাঠামোগত বিভিন্ন বিষয় তুলে ধরেন।

এ সম্পর্কিত আরো খবর