বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
৩০ পৌষ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

শিক্ষাঙ্গন

নিহত রাচির স্মৃতি রক্ষার্থে সব ধরনের পদক্ষেপ নেওয়ার আশ্বাস 

নিউজ ডেস্ক

প্রকাশঃ ২৬ নভেম্বর ২০২৪, ২০:৩৮

নিহত রাচির স্মৃতি রক্ষার্থে সব ধরনের পদক্ষেপ নেওয়ার আশ্বাস 
হাবিবুর রহমান সাগর (জাবি প্রতিনিধি):
বেপরোয়া গতির অটো রিকশার ধাক্কায় নিহত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ৫৩ ব্যাচের শিক্ষার্থী শিক্ষার্থী আফসানা করিম রাচির পরিবারের সদস্যদের সাথে সাক্ষাত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড মাহফুজুর রহমান। সাক্ষাতকালে রাচির স্মৃতি রক্ষার্থে সম্ভব সব ধরনের পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন তিনি।
২৬ নভেম্বর (মঙ্গলবার) বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের (শিক্ষা) নিজ কক্ষে তাদের সাথে সাক্ষাত করেন।
এসময় উপ-উপাচার্যের (শিক্ষা) অধ্যাপক মাহফুজুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মধ্যে এমন অটোরিকশা দূর্ঘটনায় মৃত্যু এবারই প্রথম। রাচির পিতার ইচ্ছা ছিল আগামীতে যাতে এমন দূর্ঘটনায় কোনো শিক্ষার্থী মারা না যায় সেজন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। আমরা ইতমধ্যেই ব্যাটারি চালিত অটোরিকশা বিশ্ববিদ্যালয় অভ্যন্তরে নিষিদ্ধ ঘোষণা করেছি।
পাশাপাশি প্রয়োজনীয় সংখ্যক স্পিড ব্রেকার ও সিসিটিভি ক্যামেরা স্থাপনের কাজ চলমান রয়েছে। এছাড়াও ডেইরি থেকে কলাভবন পর্যন্ত রাস্তার নাম রাচি স্মরণী ও লাইব্রেরিতে যাতে রাচির নামে একটি কর্ণার করা হয় সে বিষয়েও আমরা সিন্ডিকেটে কথা বলল। রাচির স্মৃতি রক্ষার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের ব্যবস্থা নিবে।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো খবর