রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫
৪ মাঘ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

শিক্ষাঙ্গন

মুন্সিগঞ্জের কলেজের কমিটি গঠনে অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

নিউজ ডেস্ক

প্রকাশঃ ২৬ নভেম্বর ২০২৪, ১৯:১৪

মুন্সিগঞ্জের কলেজের কমিটি গঠনে অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন

আক্কাছ আলী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি:

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বিক্রমপুর আদর্শ কলেজের নবঘটিত এডহক কমিটি গঠনে নানা অনিয়মের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।

বিক্রমপুর আদর্শ কলেজের শিক্ষার্থী ও অভিভাবকদের আয়োজনে মঙ্গলবার (২৬ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের কুচিয়ামোড়া এলাকায় বিক্রমপুর আদর্শ কলেজের সভা কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রতিষ্ঠানটির সভার কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীদের পক্ষে লিখিত বক্তব্যে বিভিন্ন অনিয়মের কথা তুলে ধরেন কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের ছাত্র মো. সিফাত। এসময় আরও বক্তব্য রাখেন  অভিভাবক ও প্রতিষ্ঠানের দাতা সদস্যরা।

শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, গত ৫ আগস্ট সরকারের পতনের পর দেশের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি ভেঙে দেয় শিক্ষা মন্ত্রণালয়।

পরবর্তীতে কমিটি বিহীন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি হাওয়ায়, সমস্যা সমাধানে তিন মাসের মধ্যে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এডহক কমিটি গঠনের নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়।

সেই সুযোগ প্রতিষ্ঠানের অধ্যক্ষসহ সংশ্লিষ্টদের সাথে আলোচনা না করেই, স্বজন প্রীতির মাধ্যমে, গত ০৯ অক্টোবর মীর সরফত আলী সপুকে সভাপতি ও ডাক্তার মোহাম্মদ জাহিদুল কবিরকে বিদ্যোৎসাহী সদস্য করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক আব্দুল হাই সিদ্দিক সরকারের স্বাক্ষরিত এক কাগজে নতুন এডহক কমিটি গঠন করা হয়।

পরে মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠানের পক্ষ থেকে নতুন এডহক কমিটি গঠনের জন্য কলেজ অধ্যক্ষের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ে তিনজনের নাম প্রস্তাব করা হলে নতুন এডহক কমিটি গঠনের বিষয়টি জানানো হয় অধ্যক্ষকে।

এরপর তাৎক্ষণিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা নতুন কমিটি প্রত্যাখ্যান করে সংবাদ সম্মেলনের মাধ্যমে কমিটি গঠনে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরেন।

এসময় শিগগিরই জাতীয় বিশ্ববিদ্যালয়কে এ অবৈধ নিয়োগ বাতিলের দাবি জানিয়ে দ্রুত প্রতিষ্ঠানের সকলের সম্মতিক্রমে প্রস্তাবিত নামের ব্যক্তিদের নিয়ে নতুন কমিটি গঠনের আহ্বান জানানো হয়।

পরে সংবাদ সম্মেলন থেকে শিগগিরই দাবি আদায় না হলে জোরালো আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। এছাড়া কোন প্রকার আলোচনা ছাড়া নতুন এডহক কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আব্দুল জলিল। এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরাসহ স্থানীয় নানা শ্রেণি-পেশার মানুষ।

তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করে নবগঠিত কমিটির সভাপতি বিএনপি নেতা সরফত আলী সপু জানান, স্থানীয়ভাবে নাম প্রস্তাবের মাধ্যমে তাকে সভাপতি করা হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর