সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
২৮ পৌষ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

শিক্ষাঙ্গন

পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

নিউজ ডেস্ক

প্রকাশঃ ২৫ নভেম্বর ২০২৪, ০১:৪৭

পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা
মাহবুবুল ইসলাম, শাবিপ্রবি প্রতিনিধি : 
ঢাকায় প্রথম আলো কার্যালয়ের সামনে আমজনতার শান্তিপূর্ণ জেয়াফত অনুষ্ঠানে পুলিশি হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
রবিবার (২৪ নভেম্বর) রাত দশটায় বিশ্ববিদ্যালয়ের  শাহপরাণ হলের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের দিকে যান তারা। এসময় শিক্ষার্থীরা বলেন, ‘বিগত সরকারের সময়ে প্রথম আলো ভারতের এজেন্ডা বাস্তবায়নে কাজ করেছে। আজ আমরা দেখেছি শান্তিপূর্ণ জেয়াফত অনুষ্ঠানে পুলিশ সাধারণ মানুষের উপর ন্যাক্কারজনক হামলা করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আজাদ শিকদার বলেন, ‘ফ্যাসিবাদের আমলে পুলিশ যেভাবে সন্ত্রাসী কায়দায় হামলা করতো, ঠিক তেমনি আজকেও সাধারণ মানুষের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে হামলা চালিয়ে ৩০ জন নিরাপদ ভাইকে আহত করেছে।’ আমরা এই সন্ত্রাসীদের বিচার চাই।’
ইংরেজি বিভাগের শিক্ষার্থী দেলোয়ার হোসেন শিশির বলেন, ‘প্রথম আলো এবং ডেইলি স্টার ফ্যাসিবাদকে উসকা দেওয়ার জন্য জঙ্গি ট্যাগ দিয়ে বিগত সময়ে বিশাল ভূমিকা রেখেছে।
তারই প্রতিবাদে সাধারণ মানুষ প্রতিবাদস্বরূপ শান্তিপূর্ণ অবস্থান ও জেয়াফত অনুষ্ঠান করতে গেলে পুলিশ ন্যাক্কারজনকভাবে হামলা চালায়। তিনি আরো বলেন, ‘স্বাধীন দেশে সাধারণ মানুষের উপরে পুলিশ যাদের ইন্ধনে হামলা করেছে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।
দ্রুত তাদেরকে বিচারের আওতায় না নিয়ে আসলে কঠোর কর্মসূচির ঘোষণাও দেবেন বলে জানান তিনি।’

এ সম্পর্কিত আরো খবর