ইরফান উল্লাহ, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-ফিকহ অ্যান্ড ল’ বিভাগে শব্দদূষণ রোধে আইন ও জনসচেতনতার গুরুত্ব নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) দুপুর ১২টায় বিভাগের হলরুমে এলএলবি ৩য় বর্ষের শিক্ষার্থীদের ‘পরিবেশ আইন’ কোর্স সংশ্লিষ্ট এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এতে বিভাগটির সভাপতি অধ্যাপক ড. আলতাফ হোসেনের তত্ত্বাবধানে বিচারকের দায়িত্ব পালন করেন শহিদ জিয়াউর রহমান হল, খালেদা জিয়া হল ও শাহ আজিজুর রহমান হল ডিবেটিং সোসাইটির সভাপতিবৃন্দ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সাংবাদিক সমিতির সভাপতি তাজমুল হক জাঈম। এছাড়াও বিভিন্ন বিভাগ ও শিক্ষাবর্ষের শিক্ষার্থীরাসহ প্রায় শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে “আইন নয়, সচেতনতাই পারে শব্দদূষণ রোধ করতে”—এই মোশনকে কেন্দ্র করে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন গবেষণা, পরিসংখ্যান, সামাজিক প্রভাব এবং বাস্তব উদাহরণ তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন।
মোশনের পক্ষের দল সচেতন ও দায়িত্বশীল নাগরিক গঠনের গুরুত্ব তুলে ধরে যুক্তি দেখান যে, শুধু আইন প্রয়োগে সমস্যার সমাধান সম্ভব নয় বরং ব্যক্তি ও সমাজের আচরণগত পরিবর্তনই শব্দদূষণ কমাতে মূল ভূমিকা রাখতে পারে। অন্যদিকে বিপক্ষ দলের যুক্তি,
আইন না থাকলে সচেতনতা কার্যকর হয় না এবং কঠোর নিয়ম-কানুন ও কার্যকর বাস্তবায়ন ছাড়া শব্দদূষণ নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। এসময় তারা বিভিন্ন দেশের আইনগত পদক্ষেপের উদাহরণ তুলে ধরে কঠোর আইন প্রয়োগকে মূল সমাধান বলে অভিহিত করে।
এসময় বিতর্কের মোশনের পক্ষে লড়াই করেন আশরাফুল আলম (প্রধান বক্তা), সাকিব আল হাসান রাকিব, শরিফ হোসেন, নাজমুল হোসেন ও ফাতিমা খাতুন। এছাড়া বিপক্ষ দলের হয়ে লড়াই করেন মিশুক শাহরিয়ার (প্রধান বক্তা), মনিরুজ্জামান মনির, মাহমুদুর রহমান সৌরভ, শাহরিয়ার কবির রিদ্ধ ও ফারজানা আফরোজ উর্মি।
অনুষ্ঠান শেষে বিতর্কে উপস্থাপিত যুক্তি, ভাষা, ভঙ্গি, হ্যাঁ-না ভোট ও বিশ্লেষণের ওপর ভিত্তি করে বিপক্ষ দলকে বিজয়ী ঘোষণা করা হয়। এসময় প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হন বিপক্ষ দলের প্রধান বক্তা মিশুক শাহরিয়ার।