সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫
২৮ পৌষ, ১৪৩১

পরিক্ষামূলক সংস্করণ

শিক্ষাঙ্গন

মুন্সীগঞ্জের ইব্রাহিম নিরব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য

নিউজ ডেস্ক

প্রকাশঃ ২২ নভেম্বর ২০২৪, ১৬:৩১

মুন্সীগঞ্জের ইব্রাহিম নিরব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য

আক্কাছ আলী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার ২১ নভেম্বর রাতে সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের স্বাক্ষরিত পত্রে ১৮ সদস্যের ওই নির্বাহী কমিটিটি ঘোষণা করা হয়।
ঘোষিত নির্বাহী কমিটিতে সদস্য হয়েছেন মুন্সিগঞ্জের সন্তান ইব্রাহীম নিরব।
নিরবের পৈত্রিক বাড়ি পদ্মাপাড়ের লৌহজং উপজেলার কলমা ইউনিয়নে। সে ঢাকা শেখ বোরহান উদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজের শিক্ষার্থী। এর আগে জুলাই-আগস্টে আন্দোলন চলাকালে নিরব বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক (জাতীয় বিশ্ববিদ্যালয়ের) হিসাবে দায়িত্ব পালন করেন। আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখেন। আন্দোলন চলাকালে একাধিকবার হামলার শিকার হয়ে গুরুত্বর আহত হয়।
এ বিষয়ে ইব্রাহীম নিরব জানান, নেতা হওয়ার ইচ্ছা আমার কখনোই ছিল না, এখনো নেই। এ শব্দটা আমি এড়িয়ে চলি। মানুষ, মানুষের জন্য কাজ করবে; আমিও তাই। তবে বহুত দায়িত্ব এখন কাঁধে৷ আল্লাহ যেন ইনসাফের সাথে দায়িত্ব পালনের তাওফিক দেন। সবাই আমার সুস্থতার জন্য দোয়া করবেন। আন্দোলনে লীগ সন্ত্রাসীদের ভয়াবহ নির্যাতনের ফলে দীর্ঘদিন যাবৎ অসুস্থ হয়ে আছি। চিকিৎসকরা এখনও পরিপূর্ণ সুস্থ্যতার আশাবাদ জানাতে পারেনি।

এ সম্পর্কিত আরো খবর