খাদিজা আক্তার; (বান্দরবান প্রতিনিধি):
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বান্দরবান পার্বত্য জেলা শাখার উদ্যোগে সুবিধা বঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বই ও শিক্ষা উপকরণ উপহার অনুষ্ঠিত।
আজ (২১নভেম্বর, বৃহস্পতিবার) বিকাল ৩ টায় বান্দরবান প্রেসক্লাব হল রুমে বই ও শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বান্দরবান পার্বত্য জেলার ছাত্র প্রতিনিধি আসিফ ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নব মনোনীত সদস্য এবং বান্দরবান জেলা আআইনজীবী সমিতির সম্মানিত সভাপতি জনাব এডভোকেট আবুল কালাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের সম্মানিত সদস্য জনাব ওবাথোয়াই মার্মা, বান্দরবান জেলা পরিষদের সম্মানিত সদস্য জনাব সাইফুল ইসলাম রিমন।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট আবুল কালাম এই উদ্যোগকে স্বাগত জানন। বলেন যেই শিক্ষার্থীরা জুলাই বিপ্লবে বুকের তাজা রক্ত দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে তারাই সামনে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভুমিকা রাখবে। শিক্ষার্থীদের যে কোনো ধরনের প্রয়োজনে জেলা পরিষদও সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিবে।
এসময় শতাধিক শিক্ষার্থীদের মাঝে বই ও শিক্ষা উপকরণ উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধিদের মধ্যে মুহাম্মদ মুসা, আমিনুল ইসলাম, জোবায়ের হোসেন, হাবিব আল মাহমুদ, মিছবাহ উদ্দীন, মাহীর ইরতিসাম, তানভীর হোসেন ইমন, আব্দুল্লাহ মাওয়াজ সানিম ও রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।