শাহিনুর আলম,(সরকারি তিতুমীর কলেজ প্রতিনিধি):
সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তরের দাবিতে অনির্দিষ্টকালের জন্য কলেজের সকল ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা।
মঙ্গলবার (১৯ নভেম্বর ) কলেজ ক্যাম্পাসে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। কর্মসূচির অংশ হিসেবে তারা কোনো ধরনের পরীক্ষায় অংশ নেবেন না এবং সব ক্লাস বর্জন করবেন। ফের সড়ক অবরোধের ঘোষণা দিলেও পরে সেটি প্রত্যাহার করে নেয়া হয়েছে।
শিক্ষার্থীরা জানান, আজ প্রধান উপদেষ্টার সাথে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদলের সাথে আলোচনা হবে,আলোচনায় যদি পজিটিভ রেজাল্ট না আসে, তাহলে শুধু রেলগেট নয়, আমরা আরও এক্সট্রিম হতে বাধ্য হবো। তবে আমরা মঙ্গলবার রাজপথ অবরোধ করছি না।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাষ্ট্রের প্রতি শ্রদ্ধা রেখে আমরা রেলপথ অবরোধ করছি না। আমরা ক্যাম্পাস গেটে অবস্থান করব এবং সিদ্ধান্তের অপেক্ষায় থাকব। চূড়ান্ত সিদ্ধান্ত যদি না আসে, তাহলে আমাদের পূর্বঘোষিত জায়গায় আমরা ফেরত যাবো।
এর আগে সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবিতে গতকাল সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১টা থেকে ৪টা পর্যন্ত মহাখালী এলাকায় সড়ক ও রেলপথ অবরোধ করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।
এতে ব্যস্ততম সড়কটির সব দিক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন মানুষ। তাছাড়া আন্দোলনরত শিক্ষার্থীদের উপর দিয়ে ট্রেন যাওয়াতে শিক্ষার্থীরা চলন্ত ট্রেনে ইট-পাথর নিক্ষেপ করেন। এতে শিশুসহ বেশ কয়েকজন যাত্রী আহত হন।
সোমবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে কলেজের প্রধান ফটকে নতুন কর্মসূচি ঘোষণা করেন, এতে বলা হয় তিতুমীর কলেজের সকল ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণা।