শাহিনুর আলম (সরকারি তিতুমীর কলেজ প্রতিনিধি):
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে সরকারি তিতুমীর কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় করার দাবিতে রাজধানীর মহাখালী রেলগেইট অবরোধ করেন শিক্ষার্থীরা। এই সময়ে চলন্ত ট্রেনের উপর ইট পাটকেল নিক্ষেপের অভিযোগ উঠেছে।
তবে শিক্ষার্থীরা দাবি করেন, অবরোধ না মেনে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ট্রেন চালিয়ে দেয়ার চেষ্টা করলে কিছু ক্ষুব্ধ শিক্ষার্থী ইটপাটকেল নিক্ষেপ করেন।
সোমবার (১৮ নভেম্বর) বেলা ১১টার পর থেকে মহাখালীর রেলগেট এলাকায় অবস্থান নিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের দাবিতে তিতুমীর কলেজের শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করে রেখেছেন।
এদিকে, বাংলাদেশ রেলওয়ের ঢাকা কন্ট্রোল রুম থেকে জানানো হয়, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে মহাখালী এলাকায় লাইনে দুটি আন্তঃনগর ট্রেন আটকা পড়ে। সেগুলো হলো জামালপুরের তারাকান্দিগামী অগ্নিবীণা এক্সপ্রেস এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকামুখী বনলতা এক্সপ্রেস।
কন্ট্রোল রুম থেকেও নিশ্চিত করা হয়েছে– নোয়াখালী থেকে আসা ঢাকাগামী উপকূল এক্সপ্রেস ট্রেন আন্দোলনরত শিক্ষার্থীদের উপর দিয়ে যাওয়ার কারণে শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করেছে। এতে ট্রেনের ক্ষতিগ্রস্ত হয়েছে আহত হয়েছেন ট্রেনে থাকা যাত্রীরা। এদের মধ্যে শিশুও রয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে ঢাকার সঙ্গে সারা দেশে রেল যোগাযোগ যেমন বন্ধ রয়েছে, তেমনি মহাখালী রেল ক্রসিংয়ে শিক্ষার্থীদের অবস্থানের কারণে মহাখালী, বনানী ও জাহাঙ্গীর গেট এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এর ফলে ট্রেনের যাত্রী থেকে শুরু করে বাসের শত শত যাত্রীও চরম ভোগান্তিতে পড়েছেন।