মেহেদী হাসান, (পবিপ্রবি) প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এনিম্যাল হাজবেন্ড্রী স্টুডেন্টস এসোসিয়েশন (আশা) নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে ভিপি হিসেবে নির্বাচিত হয়েছেন ৭ম সেমিস্টারের মোঃ নাজমুস সাকিব তন্ময় এবং জিএস নির্বাচিত হয়েছেন ৫ম সেমিস্টারের মোঃ আব্দুল্লাহ হিল কাফি।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) বেলা ১২ টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচনে সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও শ্রেণি প্রতিনিধিসহ মোট ১০টি পদে ১৮ জন শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এবারের নির্বাচনে সর্বমোট ২০৬ জন শিক্ষার্থী ভোট প্রদানের সুযোগ পেয়েছিলেন, যার মধ্যে ২০৩ জন শিক্ষার্থী ভোট প্রদান করেন।
প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. ননী গোপাল সাহা জানান, “পূর্ববর্তী কমিটি বিলুপ্ত হওয়ায় তফসিল ঘোষণার এক মাসের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং আজকের এই নির্বাচনে শতভাগ সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠন হয়েছে। ক্যাম্পাসের সার্বিক সকল সমস্যায় এই কমিটি সোচ্চার থাকবে বলে আমি আশাবাদী।
নবনির্বাচিত ভিপি মোঃ নাজমুস সাকিব তন্ময় বলেন, “আমার এই অবদানের পিছনে আমার বন্ধুদের এবং স্নেহের ছোট ভাই-বোনদের এবং যাদের দোয়ায় আজ আমি সহ-সভাপতি নির্বাচিত হয়েছি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই কমিটিকে সাথে নিয়ে আমাদের সকল ধরনের একাডেমিক সুযোগ-সুবিধা, সায়েন্টিফিক সেমিনার, জব ফেয়ার আয়োজন, এ.এইচ ডিসিপ্লিনের ছাত্রছাত্রীদের ইন্টার্নশিপের সুযোগ-সুবিধা বৃদ্ধিকরণসহ শিক্ষার্থীবান্ধব সকল দাবিদাওয়া আদায়ের লক্ষ্যে কাজ করবো ইনশাআল্লাহ।
নবনির্বাচিত জিএস মোঃ আব্দুল্লাহ হিল কাফি বলেন, “AHSA সবসময় সংস্কৃতিমনা এবং আমরা সবসময় চেষ্টা করবো বিভিন্ন রকম সাংস্কৃতিক সন্ধ্যা, খেলাধুলার আয়োজন করতে। সেইসাথে এনিম্যাল হাজবেন্ড্রীকে আমরা আলাদা ফ্যাকাল্টি হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই।
জানা যায়, গত ২২ অক্টোবর প্রফেসর ড. ননী গোপাল সাহা স্বাক্ষরিত AHSA নির্বাচন তফসিল ২০২৪ ঘোষণা করা হয়। নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন ড. স্বপন কুমার ফৌজদার, প্রফেসর ড. কাউসার মিয়াজ বিন সুফিয়ান, প্রফেসর ড. আশরাফুল ইসলাম এবং আইবিন জাহান।