ইরফান উল্লাহ, ইবি :
ছুটিতে ক্যাম্পাসে থাকা শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে ঈদুল আযহার আনন্দ ভাগাভাগি করতে মধ্যাহ্নভোজের আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবির। শনিবার (৭ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এ আয়োজন করে সংগঠনটি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইবি শিবির সভাপতি মাহমুদুল হাসান। এসময় সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে আগত শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় ও একসাথে খাবার গ্রহণ করেন।
শিবিরের এমন আয়োজনের প্রশংসা করে শিক্ষার্থীরা বলেন, ছাত্রশিবিরের এমন আয়োজন প্রশংসনীয়। আমরা অনেকেই চাকরি প্রস্তুতি নেওয়াসহ বিভিন্ন কারণে বন্ধের সময়ে ক্যাম্পাসে অবস্থান করি। এই সময়ে আমরা ক্যাম্পাসে প্রায় একা হয়ে যাই। তাই আজকে শিবিরের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করাটা একটু ব্যাতিক্রম ও উপভোগ্য ছিলো।
শাখা শিবির সভাপতি মাহমুদুল হাসান বলেন, “ ঈদুল আজহার ছুটিতে ক্যাম্পাসের আশেপাশে, মেসে বা বাসায় অবস্থানরত যেসকল শিক্ষার্থীরা পরিবার-পরিজনের সান্নিধ্য থেকে বঞ্চিত হচ্ছেন, তাদের কথা ভেবেই আমরা এই আনন্দঘন মধ্যাহ্নভোজের আয়োজন করেছি।
এটি কেবল একটি ভোজের আয়োজন নয়, এটি আমাদের পারস্পরিক ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ এবং একাত্মতার বহিঃপ্রকাশ। আমরা চাই ঈদের এই দিনে যেন কোনো শিক্ষার্থী নিজেকে একা মনে না করেন। সকলে মিলেমিশে ঈদের আনন্দ ভাগাভাগি করার এক চমৎকার সুযোগ তৈরি করাই আমাদের লক্ষ্য। শুধু মুসলিম শিক্ষার্থীই নয়,
আমাদের অমুসলিম ভাই-বোনদের জন্যও আমরা এই আয়োজনে বিকল্প ব্যবস্থার মাধ্যমে তাদের অংশগ্রহণ নিশ্চিত করার চেষ্টা করেছি, কারণ আমরা সৌহার্দ্য ও সম্প্রীতিতে বিশ্বাসী।”