সোমবার, ১৬ জুন ২০২৫

পরীক্ষামূলক সংস্করণ

শিক্ষাঙ্গন

সৌরভ-রকিবুলের নেতৃত্বে ব্লাজার নতুন যাত্রা শুরু

ডিআইইউ প্রতিনিধি: ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ ‘ল’ অ্যান্ড জুরিস্ট অ্যাসোসিয়েশন (ব্লাজা)–এর ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ৬৭ সদস্যবিশিষ্ট কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. সৌরভ মিয়া ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. রকিবুল ইসলাম। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে ৬ জন, সহ-সভাপতি পদে ৭ জন, যুগ্ম সাধারণ […]

প্রতিনিধি ডেস্ক

৩১ মে ২০২৫, ১৩:১১

ডিআইইউ প্রতিনিধি:

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন বাংলাদেশ ‘ল’ অ্যান্ড জুরিস্ট অ্যাসোসিয়েশন (ব্লাজা)–এর ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ইউনিটের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

৬৭ সদস্যবিশিষ্ট কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. সৌরভ মিয়া ও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মো. রকিবুল ইসলাম।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে ৬ জন, সহ-সভাপতি পদে ৭ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ৫ জন, সাংগঠনিক সম্পাদক পদে ১ জন, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক পদে ৪ জন,

আইন বিষয়ক সম্পাদক পদে ১ জন, সহ-আইন বিষয়ক সম্পাদক পদে ৫ জন, দপ্তর সম্পাদক পদে ১ জন, সহ-দপ্তর সম্পাদক পদে ৩ জন, প্রচার সম্পাদক পদে ১ জন, সহ-প্রচার সম্পাদক পদে ২ জন, ছাত্রী বিষয়ক সম্পাদক পদে ১ জন, সহ-ছাত্রী বিষয়ক সম্পাদক পদে ২ জন,

সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে ১ জন, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে ১ জন, সমাজ কল্যাণ সম্পাদক পদে ১ জন, সহ-সমাজ কল্যাণ সম্পাদক পদে ১ জন, অর্থ বিষয়ক সম্পাদক পদে ১ জন, সহ-অর্থ বিষয়ক সম্পাদক পদে ২ জন, ব্লাড বিষয়ক সম্পাদক পদে ১ জন,

সহ-ব্লাড বিষয়ক সম্পাদক পদে ২ জন, ধর্ম সম্পাদক পদে ১ জন, সহ-ধর্ম সম্পাদক পদে ১ জন, ক্রিয়া সম্পাদক পদে ১ জন, সহ-ক্রিয়া সম্পাদক পদে ৩ জন ও নির্বাহী সদস্য পদে ১০ জনকে রাখা হয়েছে।

এদিকে, আইন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে গঠিত এই সংগঠনটির নতুন নেতৃত্ব শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ করে মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং পেশাগত দক্ষতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এবিষয়ে নির্বাচিত কমিটির সভাপতি মো. সৌরভ মিয়া বলেন, “ব্লাজা-ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ইউনিটের নতুন কমিটির দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত গর্বিত ও কৃতজ্ঞ। আমাদের সংগঠন দীর্ঘদিন ধরে মানবাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

নতুন কমিটি আগামী ৬ মাসে আইনি সচেতনতা, প্রো-বোনো আইন সহায়তা ও শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশে নানা কার্যক্রম গ্রহণ করবে।

আমরা বিশ্বাস করি, আইন শিক্ষার্থীদের সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। সকল সদস্য ও শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতা কামনা করছি।”

সাধারণ সম্পাদক মো. রকিবুল ইসলাম বলেন, “নতুন কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়ে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের সংগঠন মানব কল্যাণমূলক আইনি সহায়তা, আইনি শিক্ষা ও সচেতনতা বৃদ্ধির জন্য নিরলসভাবে কাজ করবে।

আমরা আইন শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে নানামুখী কর্মসূচি হাতে নিয়েছি। আগামী ৬ মাসে মানবাধিকার, আইনি সহায়তা ক্যাম্প, সেমিনার

ও ওয়ার্কশপ আয়োজনের মাধ্যমে আমরা সমাজে ন্যায় ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে চাই। সকলের সহযোগিতা ও অংশগ্রহণ আমাদের পথচলাকে আরও দৃঢ় করবে।”

উল্লেখ্য, নতুন কমিটিকে আগামী ৬ মাসের জন্য আনুষ্ঠানিক অনুমোদন দেওয়া হয়েছে।

শিক্ষাঙ্গন

সেনবাগে আধুনিক শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করল সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমি

আমজাদ শিবলু:  নোয়াখালী সেনবাগ উপজেলা  প্রতিনিধি  নোয়াখালীর সেনবাগ উপজেলায় আধুনিক শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করল সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমি । নতুন সাজে সজ্জিত একাডেমির নতুন ভবনের উদ্বোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।   রবিবার (১৮ মে) দুপুরে উপজেলার অর্জুতলাতে একাডেমির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে একাডেমির চীফ এক্সিকিউটিভ অফিসার আবদুস ছাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক এবং […]

প্রতিনিধি ডেস্ক

১৯ মে ২০২৫, ১৩:২৮

আমজাদ শিবলু:  নোয়াখালী সেনবাগ উপজেলা  প্রতিনিধি 

নোয়াখালীর সেনবাগ উপজেলায় আধুনিক শিক্ষার নতুন দিগন্ত উন্মোচন করল সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমি । নতুন সাজে সজ্জিত একাডেমির নতুন ভবনের উদ্বোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  

রবিবার (১৮ মে) দুপুরে উপজেলার অর্জুতলাতে একাডেমির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে একাডেমির চীফ এক্সিকিউটিভ অফিসার আবদুস ছাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক এবং টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক লায়ন সৈয়দ হারুন এমজেএফ । 

এসময় সৌরভ হোসনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসএফ গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং  নারী উদ্যোক্তা সৈয়দা সাজেদা রশীদ শেলী, সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির প্রতিষ্ঠাতা আবদুল জব্বার, ছিলোনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন,

৫ নং অর্জুনতলা ইউনিয়ন বিএনপির নেতা মির্জা সোলাইমান,  কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাকির হোসেন, ইউসুফ মজুমদার সহ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

 এসময় প্রধান অতিথির বক্তব্যে একাডেমির আধুনিকীকরণ প্রকল্পের বিস্তারিত তুলে ধরে লায়ন সৈয়দ হারুন  বলেন  “বিদ্যালয়টি শিক্ষার্থীদের জন্য যুগোপযোগী নানা সুবিধার সমন্বয়ে গড়ে তোলা হয়েছে।

উদ্বোধনের আকর্ষণ হিসেবে উল্লেখ করে বলেন আধুনিকতার ছোঁয়ায় নির্মিত সুসজ্জিত স্কুল ভবন ছাত্র-ছাত্রীদের জন্য সম্পূর্ণ ফ্রি স্কুল ড্রেস।  চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য কম্পিউটার শিক্ষা প্লে থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য মক্তব শিক্ষা।

শিশুদের মানসিক বিকাশে কিডস এন্টারটেইনমেন্ট ও প্লে-জোন অভিভাবকদের জন্য টিভি ও পত্রিকা সহ আরামদায়ক ওয়েটিং রুম সিসিটিভি ক্যামেরায় স্কুলের কার্যক্রমের নিরবিচ্ছিন্ন পর্যবেক্ষণ। এবং আমাদের  সিইও স্যারের জন্য নির্ধারিত সুসজ্জিত অফিস কক্ষ। 

লায়ন সৈয়দ হারুন এমজেএফ তার বক্তব্যে আরো বলেন আমাদের এই প্রতিষ্ঠান থেকে বিন্দু পরিমাণ আর্থিক লাভের আশা আমরা করি না। 

প্রতিষ্ঠানের সফলতা দেখলে আমরা আত্মতৃপ্তি পাই। আমার মাঝে মাঝে খুবই ইচ্ছে করে এ বিদ্যালয়ে লেখাপড়া করতে যেটা আমার স্ত্রী তার বক্তব্যে বলেছেন” এছাড়া অন্যান্য বক্তারা বলেন এই একাডেমি কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি একটি সামাজিক ও নৈতিক উন্নয়নের প্ল্যাটফর্ম।

এখানে আধুনিক প্রযুক্তির পাশাপাশি নৈতিক শিক্ষারও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সেনবাগের পাশাপাশি একটা সময় সারা দেশে প্রতিষ্ঠানটির সুনাম ছড়িয়ে পড়বে।

শিক্ষাঙ্গন

পবিপ্রবির ভেটেরিনারি স্টুডেন্ট’স এসোসিয়েশন (ভিএসএ) এর দায়িত্বে তন্ময় এবং অর্জুন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিসিপ্লিনের পেশাগত সংগঠন ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশন (ভিএসএ)-এর নতুন কমিটি গঠিত হয়েছে। সোমবার (১৭ই মার্চ) পবিপ্রবির এ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএনএসভিএম) অনুষদের অনুষদীয় অডিটোরিয়ামে ইফতার মাহফিল ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৩৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি প্রকাশ করা হয়। কমিটিতে ভিপি হিসেবে দায়িত্ব […]

প্রতিনিধি ডেস্ক

১৭ মার্চ ২০২৫, ২২:৪৪

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিসিপ্লিনের পেশাগত সংগঠন ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশন (ভিএসএ)-এর নতুন কমিটি গঠিত হয়েছে।

সোমবার (১৭ই মার্চ) পবিপ্রবির এ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএনএসভিএম) অনুষদের অনুষদীয় অডিটোরিয়ামে ইফতার মাহফিল ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৩৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি প্রকাশ করা হয়।

কমিটিতে ভিপি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ মুজাহিদুল ইসলাম তন্ময় এবং জিএস হিসেবে অর্জুন দাস। 

প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. এ কে এম মোস্তফা আনোয়ার, নির্বাচন কমিশনার প্রফেসর ড. আলী আজগর এবং প্রফেসর ড. মোঃ সেলিম আহমেদ স্বাক্ষরিত কমিটিতে বিভিন্ন লেভেলের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবগঠিত কমিটির সভাপতি ও এএনএসভিএম অনুষদের ডিন প্রফেসর ড. খন্দকার জাহাঙ্গীর আলম, প্রফেসর ড. এ কে এম মোস্তফা আনোয়ার, বিদায়ী কমিটির সভাপতি প্রফেসর ড. মিল্টন তালুকদার, প্রফেসর

ড. আলী আজগরসহ ডিভিএম ডিসিপ্লিনের শিক্ষকবৃন্দ ও বিভিন্ন লেভেলে অধ্যয়নরত শিক্ষার্থীরা। 

নবগঠিত কমিটির জিএস অর্জুন দাস বলেন, “আমাদের সকলের উচিত ভিএসএ-এর কার্যক্রমে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করা এবং একে অপরের সহযোগিতায় সংগঠনকে এগিয়ে নেওয়া।

আমি আশা করি, ভেটেরিনারি সেবাকে মানুষের কাছে পৌঁছে দিতে ভিএসএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পেশার স্বার্থে ভিএসএ ও পবিপ্রবি সবসময় কাজ করে এসেছে এবং সামনেও কাজ করে যাবে।”

নবগঠিত কমিটির ভিপি মোঃ মুজাহিদুল ইসলাম তন্ময় বলেন, “ভেটেরিনারি স্টুডেন্টস’ এসোসিয়েশন ডিভিএম শিক্ষার্থীদের জন্য একটি ছাতাস্বরূপ। নতুন কমিটির ভিপি হিসেবে আমি চাইবো সবাই এই ছাতার নিচে পেশার স্বার্থে একসাথে কাজ করি।

শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থী ভাইবোনদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যারা আমাকে যোগ্য মনে করে এই পদে মনোনীত করেছেন। আমি সর্বোচ্চ চেষ্টা করবো তাদের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে।”

শিক্ষাঙ্গন

কক্সবাজারে র‍্যাবিস ভ্যাকসিনেশন কর্মসূচিতে যবিপ্রবির ২১ ইন্টার্ন প্রাণী চিকিৎসক

মেহেদী হাসান, যবিপ্রবি প্রতিনিধি: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে কক্সবাজারের কুতুপালং শরণার্থী শিবিরে গণ কুকুর টিকাদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। ৪ দিনের (২৬—২৯ মে) এই কর্মসূচিতে অংশ নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২১ ইন্টার্ন প্রাণী চিকিৎসক।  যুগান্তকারী এ গণ কুকুর টিকাদান কর্মসূচিতে ৭১.৪% কুকুরকে র‍্যাবিসের টিকা দেওয়া হয় যা র‍্যাবিস প্রতিরোধে প্রয়োজনীয় […]

প্রতিনিধি ডেস্ক

০৩ জুন ২০২৫, ১২:১৪

মেহেদী হাসান, যবিপ্রবি প্রতিনিধি:

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে কক্সবাজারের কুতুপালং শরণার্থী শিবিরে গণ কুকুর টিকাদান কর্মসূচির আয়োজন করা হয়েছে। ৪ দিনের (২৬—২৯ মে) এই কর্মসূচিতে অংশ নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ২১ ইন্টার্ন প্রাণী চিকিৎসক। 

যুগান্তকারী এ গণ কুকুর টিকাদান কর্মসূচিতে ৭১.৪% কুকুরকে র‍্যাবিসের টিকা দেওয়া হয় যা র‍্যাবিস প্রতিরোধে প্রয়োজনীয় হার্ড ইমিউনিটির ৭০% সীমাকে ছাড়িয়ে গেছে বলে মনে করা হয়।

যবিপ্রবি’র ইন্টার্ন ডাক্তার রেজাউল হাসান ফাহিম বলেন, এখানে অংশ নেওয়া ছিল একেবারেই ভিন্ন অভিজ্ঞতা। বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী ক্যাম্পে মানুষ

ও প্রাণীদের জন্য একসঙ্গে কাজ করে র‍্যাবিস নির্মূলের চেষ্টা একজন প্রাণীপ্রেমীর কাছে স্বপ্নপূরণের মতো। টানা দুই দিন ঝড় বৃষ্টি থাকার পরও আমরা ৭১.৪% কুকুরকে ভ্যাকসিন দিতে পেরেছি।

তিনি আরও বলেন, এটি জাতীয় পর্যায়ে গণ কুকুর টিকাদান কর্মসূচিকে পুনর্জীবিত করার এক শক্তিশালী সূচনা। উপকূলীয় অঞ্চল থেকে শুরু করে সীমান্তজুড়ে র‍্যাবিস নিয়ন্ত্রণে এটি এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে প্রতিনিধিত্ব করতে পেরে আমি গর্বিত।

উল্লেখ্য, এই টিকাদান কর্মসূচিতে প্রধান ভূমিকা রাখে অবয়ারণ্য, মিশন র‍্যাবিস এবং আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ডওয়াইড ভেটেরিনারি সার্ভিস (ডব্লিউবিএস)। ডব্লিউবিএস ২০০৩ সাল থেকে প্রানীকল্যাণ নিয়ে বিশ্বব্যাপী কাজ করছে।

০২ মে ২০২৫
poll_title
দুইজন ভারতীয়কে বাংলাদেশে ধরে নিয়ে আসার বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন?

দুই বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ, প্রতিবাদে দুই ভারতীয়কে ধরে এনেছে গ্রামবাসী। এব্যাপারে আপনার মতামত কি?

মোট ভোট: ১৩৫০