মেহেদী হাসান, যবিপ্রবি
আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃত প্রাণী কল্যাণবিষয়ক কর্মশালা ISAE ৭ম অ্যানিমেল ওয়েলফেয়ার ওয়ার্কশপ ইন বাংলাদেশ আগামী ২৪ মে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি)অনুষ্ঠিত হবে।
কর্মশালাটি যবিপ্রবির ভেটেরিনারি মেডিসিন অনুষদ ও ISAE বাংলাদেশ রিজিয়নাল চ্যাপ্টার এবং আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান Open Philanthropy-এর যৌথ সহযোগিতায় ঝিনাইদহে ভেটেরিনারি মেডিসিন অনুষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি সায়েন্স অনুষদের সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল আলম।
বিশেষ অতিথি হিসেবে থাকবেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. হোসেন আল মামুন এবং ISAE বাংলাদেশের কান্ট্রি লিড ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. জসিম উদ্দিন।
কর্মশালাটি সঞ্চালনা করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. মোছা. ইশরাত জেরিন মনি। সভাপতিত্ব করবেন যবিপ্রবির ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন।
উক্ত কর্মশালায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন। প্রাণীর আচরণ, স্বাস্থ্য ও কল্যাণ নিয়ে দিনব্যাপী আলোচনা, গবেষণা উপস্থাপন এবং মতবিনিময় অনুষ্ঠিত হবে।