নিজস্ব প্রতিনিধি:
সরকারি রাজেন্দ্র কলেজে বই বিহঙ্গনের উদ্যোগে বই বিনিময়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক সাড়া তুলেছে।
রবিবার (১৮ মে) ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের ক্যাম্পাস শহর শাখার মাঠে বিকাল ৫টা থেকে শুরু হয় প্রেমীদের মধ্যে বই বিতরণ যা শেষ হয় বিকাল ৬ টার সময়।
বই বিহঙ্গ সদস্যরা প্রতি রবিবার শিক্ষার্থীদের মাঝে বই বিনিময় করে।এতে করে বই প্রেমীদের মধ্যে আগ্রহ দেখা যায়।
বই বিহঙ্গ শাখার প্রতিনিধি মারুফা হোসেন বলেন,আমাদের সাপ্তাহিক কার্যক্রম চলে এখান থেকে শিক্ষার্থীরা ফ্রী বই নিয়ে পড়ে । এবং পড়া শেষ হলে আবার সপ্তাহ শেষে বই জমা দেয়। তারা বই পড়ে তারা কি জেনেছে তা আমাদের মাঝে শেয়ার করে। বই বিহঙ্গ
রাজেন্দ্র কলেজ শাখা এখন বই পিপাসুদের আস্থার ঠিকানা হয়ে ওঠেছে। তাদের এই ভাল লাগার জায়গা আমরা তৈরি করতে পেরেছি যা দেখে আমাদের পরিশ্রম সার্থক ।
বই বিহঙ্গনের সদস্য মরিয়ম আক্তার বলেন,বই বিহঙ্গের সাথে যুক্ত হওয়ার পর থেকে আমাদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে উঠেছে। যা পাঠ্য বইয়ের পাশাপাশি আমরা বিভিন্ন সাহিত্যের বই পড়ি।যার ফলে আমাদের জ্ঞানের পরিধি আরও বৃদ্ধি পায়। বই প্রেমীরা বইয়ের মাধ্যমে আলাদা তৃপ্তি খুঁজে পায়।
এছাড়া উপস্থিত ছিলেন বই বিহঙ্গনের সদস্যরা যা বই বিহঙ্গনের সাপ্তাহিক কার্যক্রমে আরও ব্যপক পরিচিত লাভ করতেছে।