পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (পবিপ্রবিসাস)-এর গতি বাড়াতে পাঁচজন নতুন সহযোগী সদস্য মনোনীত করা হয়েছে।
শনিবার (২৯ মার্চ) পবিপ্রবিসাস এর এক জরুরি সভায় পাঁচজন শিক্ষানবিশ সদস্যকে সহযোগী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সংগঠনের গঠনতন্ত্রের ১৭(ক) ধারা মোতাবেক দায়িত্ববোধ, কর্মদক্ষতা ও কর্তব্যপরায়ণতার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
পবিপ্রবিসাসের নতুন সহযোগী সদস্যরা হলেন দৈনিক সকালের প্রতিনিধি মো. মেহেদী হাসান, মো. সাজ্জাদ ইয়াসির (ভোরের বাংলা), মোহাম্মদ ফাহিম (দৈনিক আমাদের মাতৃভূমি), মো. সাইফুল ইসলাম (পাবলিকিয়ান টুডে), আশরাফুজ্জামান রোমান (মর্নিংনিউজ ডট কম)।
নবনিযুক্ত সহযোগী সদস্য মোঃ সাইফুল ইসলাম বলেন, “পবিপ্রবিসাসের অংশ হতে পেরে আমি গর্বিত। বিশ্ববিদ্যালয়ের সঠিক তথ্য ও সংবাদ তুলে ধরতে নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই।”
এ ব্যাপারে মো: সাজ্জাদ ইয়াসির বলেন, “সত্য প্রকাশে আপোষহীন এই স্লোগানকে বুকে ধারণ করে পবিপ্রবিসাসের সাথে কাজ করতে চাই। পাশাপাশি নিজ বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে চাই।”