শেকৃবি প্রতিনিধিঃ
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) কর্মরত কর্মচারীদের মাঝে ইদ সামগ্রী বিতরণ করেছে ইসলামী ছাত্রশিবির। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মানবিক সহায়তা হিসেবে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়, যা কর্মচারীদের মধ্যে আনন্দের সঞ্চার করেছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রায় ৬০ জন কর্মচারীর মাঝে ইদ সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল সেমাই, চিনি, গুঁড়া দুধ, কিসমিস, আটা ও নুডলসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য।
ইদ সামগ্রী পেয়ে কর্মচারীরা সন্তোষ প্রকাশ করেন এবং ছাত্রশিবিরের এই উদ্যোগকে মানবিকতার অনন্য দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেন।
এক কর্মচারী বলেন, “প্রতিবারই ঈদের আগে আমাদের কথা কেউ খুব একটা মনে রাখে না, কিন্তু ছাত্রশিবিরের এই সহযোগিতা আমাদের পরিবারের জন্য সত্যিই সহায়ক হয়েছে।”
শেকৃবি ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. আবুল হাসান বলেন, “আমরা সবসময় মানবকল্যাণে কাজ করতে চাই। বিশ্ববিদ্যালয়ের কর্মচারীরা আমাদের পরিবারের মতো, তাই ঈদের আনন্দ ভাগাভাগি করতে আমরা সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়িয়েছি।
মানবতার সেবা আমাদের নৈতিক দায়িত্ব, এবং আমরা চাই শিক্ষার্থীদের মাঝেও এই চেতনাকে জাগ্রত করতে। ভবিষ্যতেও আমরা এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম চালিয়ে যাব, ইনশাআল্লাহ।”
এই উদ্যোগ কর্মচারীদের ঈদ উদযাপনকে আরও আনন্দময় করে তুলবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।