ইরফান উল্লাহ, ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, ‘ছাত্রশিবির প্রতিবছরই বিভিন্ন স্তরের জনসাধারণের মাঝে ঈদ উপহার বিতরণের উদ্যোগ গ্রহণ করে, যার মূল উদ্দেশ্য হলো ঈদের আনন্দ ভাগাভাগি করা।
আসুন, আমরা মিলেমিশে ঈদ আনন্দে মেতে উঠি এবং সমাজের অবহেলিত মানুষের প্রতি আমাদের সহানুভূতির হাত বাড়াই।’
বুধবার (২৬ মার্চ) শাহ আজিজুর রহমান হলে বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের মাঝে `ঈদ সামগ্রী উপহার প্রদান’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় প্রায় ১২০জন কর্মচারীর মাঝে ঈদ সামগ্রি বিতরণ করা হয়।
তিনি আরও বলেন, ‘পবিত্র রমজান মাস শেষে একরাশ আনন্দ আর খুশির বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয়েছে ঈদ-উল-ফিতর। দীর্ঘ এক মাস আত্মসংযম, ত্যাগ ও ইবাদতের মাধ্যমে আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করেছি। ঈদ মানেই উৎসব, ঈদ মানেই মিলনের বার্তা।
এই দিনে ধনী-গরিব, ছোট-বড় সকলের ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে শামিল হই, একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করি। আমাদের চারপাশে অনেক সুবিধাবঞ্চিত, অসহায় ও দুস্থ মানুষ রয়েছেন যারা হয়তো ঈদের আনন্দ থেকে বঞ্চিত।
এই দিনে তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। ঈদ শুধু ব্যক্তিগত উৎসব নয় বরং এটি সম্প্রীতি ও সৌহার্দ্যের প্রতীক।’
ঈদ সামগ্রী উপহার বিতরণ শেষে কর্মচারীরা ছাত্রশিবিরের এই উদ্যোগের প্রশংসা করেন এবং ঈদের আগে এমন সহযোগিতা তাদের পরিবারের জন্য সহায়ক হয়েছে বলে জানান।