আশরাফুল ইসলাম, শেকৃবি প্রতিনিধিঃ
ফিলিস্তিনে সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের বর্বর গণহত্যা ও ভারতের উগ্র হিন্দুত্ববাদী আগ্রাসনের প্রতিবাদে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শেকৃবি ইসলামিক সোসাইটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বুধবার (১৯ মার্চ) মাগরিবের নামাজের পর শেকৃবির সেন্ট্রাল মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয় এবং ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। শিক্ষার্থীরা দখলদার ইসরায়েলের গণহত্যার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান এবং বিশ্ববাসীকে ইসরায়েলের পণ্য বর্জনের আহ্বান জানান।
শেকৃবি ইসলামিক সোসাইটির সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থী ওয়ালিউল্লাহ বলেন, “শুধু বিক্ষোভ করলেই হবে না, আমাদের নিজেদের রুমেও গিয়ে অন্যদের সচেতন করতে হবে। ইসরায়েলি পণ্য সম্পূর্ণভাবে বর্জন করতে হবে,
যাতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তাদের দমননীতি দুর্বল হয়।” তিনি আরও বলেন, “বিশ্বের মুসলিমদের এক হওয়া প্রয়োজন, স্লোগানে নয়, কাজে।”
প্রতিবাদী স্লোগানে প্রকম্পিত ক্যাম্পাস
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা দখলদার ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন—
“অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন”
“গাজা তুমি একা নও, আমরা আছি তোমার সাথে”
“ফিলিস্তিনের মুক্তি, দিতে হবে দিয়ে দাও”
“গণহত্যার বিরুদ্ধে, রুখে দাঁড়াও একসাথে”
“1,2,3,4—Occupation no more.”
“No peace, No justice.”
“Free Palestine.”
সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, “সন্ত্রাসী রাষ্ট্র ইসরায়েল নিরীহ ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে। বিশ্ব সম্প্রদায় যদি এখনই কার্যকর ব্যবস্থা না নেয়, তাহলে এই গণহত্যা আরও ভয়াবহ রূপ নেবে।”
শিক্ষার্থীরা দখলদার ইসরায়েলের সব ধরনের আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়কে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং খুনী ইসরায়েল রাষ্ট্রের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিতে সবাইকে ইসরায়েলের পণ্য বর্জনের আহ্বান জানান।