শাহিনুর আলম (স্টাফ রিপোর্টার):
রাজধানীর ঐতিহ্যবাহী সরকারি তিতুমীর কলেজে কিশোরগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীসহ কলেজের অন্যান্য শিক্ষার্থীরাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
রোববার (১৬ই মার্চ) তিতুমীর কলেজ ক্যাম্পাসে ইফতার মাহফিলের শুভ উদ্বোধন করেন,জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি’র সাবেক সহ-সভাপতি রুহুল আমিন আকিল। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিসহ সংগঠনটির সাবেক এবং বর্তমান মিলিয়ে প্রায় ২৫০জন শিক্ষার্থী উপস্থিত ছিল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিতুমীরস্থ কিশোরগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাজমুল হক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রায়হান মিয়া।
অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে। এরপর রমজানের তাৎপর্য, আত্মশুদ্ধির গুরুত্ব এবং নৈতিক শিক্ষার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি’র সদস্য জাতীয় নির্বাহী কমিটির শেখ মুজিবুর রহমান ইকবাল। তিনি বলেন, এত সুন্দর ইফতারের আয়োজনে আমাকেসহ আরো নেতাকর্মীদের আমন্ত্রণ করাতে সত্যিই আমি তিতুমীরস্থ কিশোরগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের সকলের প্রতি কৃতজ্ঞ।
তিনি আরো বলেন, ইফতার মাহফিল শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি শিক্ষার্থীদের মাঝে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করে। সার্বিক দিক দিয়ে তিতুমীরস্থ কিশোরগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ আরো বহু দূরে এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা করি।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি মোহাম্মদ হাফিজুল্লাহ হীরা।
বক্তারা আরো বলেন, রমজান শুধু উপবাস থাকার মাস নয়, এটি আত্মসংযম, ধৈর্য এবং সৎপথে চলার শিক্ষা দেয়। ইসলামিক শিক্ষার আলোচনার মাধ্যমে শিক্ষার্থীদের নৈতিকতা ও আত্মসংযমের চর্চা করতে উদ্বুদ্ধ করা হয়।
তিতুমীরস্থ কিশোরগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের এই উদ্যোগে প্রশংসিত হয়েছে কলেজের শিক্ষার্থীরা। তারা মনে করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরি করে।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ভবিষ্যতেও এ ধরনের ধর্মীয় ও নৈতিক শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
উল্লেখ্য, “উজান ভাটির মিলিত ধারা, হাওর নদী, মাছে ভরা” স্লোগানকে সামনে নিয়ে ২০১০ সালে প্রতিষ্ঠিত হয় তিতুমীরস্থ কিশোরগঞ্জ জেলা ছাত্র কল্যাণ পরিষদ।