ইরফান উল্লাহ, ইবি প্রতিনিধি :
৮ বছরের শিশু আছিয়ার গায়েবানা জানাজা ও প্রতিবাদ সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১৩ মার্চ) রাত সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এটি অনুষ্ঠিত হয়। প্রথমে প্রতিবাদ সমাবেশ এবং পরবর্তীতে গায়েবানা জানাজার নামাজ আদায় করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইট, সহ-সমন্বয়ক তানভীর মন্ডল, গোলাম রব্বানী, হাসানুল বান্না এবং ছাত্র শিবিরের অফিস সম্পাদক রাশেদুল ইসলাম রাফিসহ অর্ধ শতাধিক শিক্ষার্থী। এসময় প্রতিবাদকারীরা দ্রুত সময়ের মধ্যে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানান।
সমন্বয়ক এস এম সুইট বলেন, আজ অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সাথে উপস্থিত হয়েছি। বিগত স্বৈরাচার সরকারের সময়ে হাজার হাজার ধর্ষণের ঘটনা ঘটেছে। আমরা দেখেছি কিভাবে তনুকে হত্যা করা হয়েছে। বসুন্ধরার আনভীর কর্তৃক মুনিয়ার হত্যাও আমরা দেখেছি। সরকার কোনো বিচার করেনি। তাদের যদি বিচার হতো তাহলে আজকের এই ধর্ষণের ঘটনা দেখতে হতো না। আশা করি সরকার বর্তমান ঘটনার যথাযথ বিচার করবে। পূর্বে বাংলাদেশে একটা বিচারহীনতার সংস্কৃতি ছিল। বর্তমানে তা থাকতে পারে না। আমরা আমাদের লড়াই অব্যাহত রাখবো। দেশের সকল অন্যায় অপরাধ প্রতিহত করতে আমরা বদ্ধপরিকর।