আশরাফুল ইসলাম,শেকৃবি প্রতিনিধি
রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) রমজান মাসে শিক্ষার্থীদের খাবারের মান ও সেবার মান নিশ্চিত করতে গভীর রাতে ডাইনিং ও ক্যান্টিন পরিদর্শন করেছে শেকৃবি প্রশাসন। উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ, প্রক্টর অধ্যাপক ড. আরফান আলী ও ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. আশাবুল হক এ সময় উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের জন্য মানসম্মত সাহরি ও ইফতার নিশ্চিত করতে ক্যাম্পাসের ডাইনিং ও ক্যান্টিনগুলো পরিদর্শনের উদ্যোগ নিয়েছে শেকৃবি প্রশাসন। এর অংশ হিসেবে গতকাল গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ প্রশাসনিক ব্যক্তিরা বিভিন্ন ডাইনিং ও ক্যান্টিন পরিদর্শন করেন, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং খাবারের মান, পরিবেশ ও মূল্য সম্পর্কে খোঁজ নেন তারা।
শিক্ষার্থীরা প্রশাসনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং খাবারের মান নিশ্চিত করতে এ ধরনের পরিদর্শন নিয়মিত করার আহ্বান জানান।
এ সময় প্রক্টর অধ্যাপক ড. আরফান আলী বলেন, “শিক্ষার্থীদের জন্য আমরা সর্বোচ্চ সচেষ্ট। ডাইনিং ও ক্যান্টিনের মান নিশ্চিত করতে নিয়মিত পরিদর্শন অব্যাহত থাকবে।”
ছাত্র পরামর্শ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. আশাবুল হক বলেন, “শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে আমরা পাশে আছি। রমজান মাসে তাদের খাবারের যেন কোনো অসুবিধা না হয়, তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।”
উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ বলেন, “শিক্ষার্থীদের কল্যাণে সবসময় কাজ করছি। রমজানে ডাইনিং ও ক্যান্টিনের সেবা নিশ্চিত করতে আমরা সরাসরি নজরদারি চালিয়ে যাচ্ছি।”