আশরাফুল ইসলাম, শেকৃবি প্রতিনিধিঃ
দেশজুড়ে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার লাগামহীন বিস্তারে বিক্ষোভ মিছিল করেছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা।
নিরাপদ সমাজ, ন্যায়বিচার, নারীদের সুরক্ষা নিশ্চিত করা ও ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ড থেকে শুরু হওয়া বিশাল বিক্ষোভ মিছিল বিভিন্ন আবাসিক হল প্রদক্ষিণ করে শেষ হয়। শত শত শিক্ষার্থীর গগনবিদারী স্লোগানে মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাস।
৯ মার্চ, সন্ধ্যায় মিছিলটি নারী শিক্ষার্থীদের আবাসিক হলের সামনে পৌঁছালে সেখান থেকেও অনেকে মিছিলে যোগ দেন। তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, সাম্প্রতিক সময়ে ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে, যা নারীদের জন্য ভয়াবহ নিরাপত্তাহীনতার পরিস্থিতি সৃষ্টি করেছে।
শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানে প্রতিবাদ জানান—”একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা বিচার কর”, “আমার সোনার বাংলায় ধর্ষকের ঠাঁই নাই”, “আমার বোন ধর্ষিত কেন, ইন্টেরিম জবাব চাই”, “দড়ি লাগলে দড়ি দে, ধর্ষকের ফাঁসি দে”।
প্রতিবাদকারীরা জানান, প্রতিদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ দেখা গেলেও কার্যকর আইনি ব্যবস্থার অভাবে অপরাধীরা বারবার পার পেয়ে যাচ্ছে। তারা দ্রুত বিচার নিশ্চিত করে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।
নারী শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ নিয়ে এক শিক্ষার্থী বলেন, “আজকে যারা শিকার হয়েছে, কাল আমরা হব না—তার নিশ্চয়তা কোথায়?”
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দেশে ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই বিচারের দীর্ঘসূত্রতা ও আইন প্রয়োগে গাফিলতির কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। মানবাধিকার সংগঠনগুলো নারীদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর আইন প্রয়োগ
এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে আসছে। শিক্ষার্থীদের এই প্রতিবাদ বিক্ষোভ নারীর প্রতি সহিংসতা বন্ধে রাষ্ট্র ও সমাজকে আরও কার্যকর পদক্ষেপ নিতে বাধ্য করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।