মোঃ আলী মোর্তজা, বুটেক্স প্রতিনিধি:
টেক্সটাইল ইঞ্জিনিয়ারদের বৃহত্তর সংগঠন ‘দ্য ইন্সটিটিউশন অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি) কর্তৃক আয়োজিত হয়েছে ইফতার মাহফিল-২০২৫। ঢাকার গলফ গার্ডেন, আর্মি গলফ ক্লাবে এ আয়োজন করা হয়।
পবিত্র কুরআন থেকে তিলাওয়াত এর মাধ্যমে এই আয়োজন শুরু হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিকেএমইএ এর সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হাতেম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) এর উপাচার্য অধ্যাপক ড. মো: জুলহাস উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইটিইটির আহ্বায়ক ইঞ্জি: এহসানুল করিম কায়সার।
তাছাড়া উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইটিইটি এর সাবেক সভাপতি ও অন্তর্বর্তীকালীন আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক ইঞ্জি. মো. শামসুজ্জামান (সিআইপি), যুগ্ম আহ্বায়ক ইঞ্জি. এটিএম সামসু উদ্দীন খান, বুটেক্সের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. ইঞ্জি. মোঃ আবুল কাশেম, অকোটেক্স গ্রুপের এম ডি ইন্জিঃ আব্দুস সোবহান ( সিআইপি) , আইইবি এর টেক্সটাইল ডিভিশনের চেয়ারম্যান ইন্জিঃ মহিউদ্দীন আহমেদ সেলিম, হংকং- বাংলাদেশ চেম্বারের সভাপতি ইন্জিঃ দেওয়ান সাইফুল আলম মাসুদ, আইটিইটি এর সদস্য সচিব ইঞ্জি: মো: এনায়েত হোসেন, আইটিইটি এর সাবেক মহাসচিব ইন্জিঃ এ কে এম মহসিন আহমেদ। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন সিরাতুল মুস্তাকিম ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জি. ফয়সাল বিন আলম।
ইফতার ও দোয়া মাহফিল কমিটি ও আইটিইটি-এর সোস্যাল ওয়েলফেয়ার ও ইভেন্ট ম্যানেজমেন্ট কমিটির সদস্য সচিব ইঞ্জি. মোহা: মইদুল ইসলাম (মঈদ) অনুষ্ঠান পরিচালনা করেন।