হাবিবুর রহমান সাগর,জাবি প্রতিনিধি
মাগুরায় সাত বছরের শিশুকে ধর্ষণের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ( জাবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
শুক্রবার (৭মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটায় বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে বটতলায় এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীরা ’উই ওয়ান্ট জাস্টিস’, ’আমার বোন ধর্ষিত কেনো, ইন্টেরিম জবাব দে’, ’আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই’, ’ধর্ষকের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’সহ বিভিন্ন ধরনের শ্লোগান দিতে দেখা যায়।
এ সময় সরকার ও রাজনীতি বিভাগের ৫০ ব্যাচের শিক্ষার্থী জিয়া উদ্দিন আয়ান বলেন, ’পতিত আওয়ামীলীগ সরকার দেশে যে বিচারহীনতার সংস্কৃতি রেখে গেছে সেই বিচারহীনতার সংস্কৃতি এখনো চর্চা হচ্ছে। আমরা দেখেছি মাগুরায় তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়েছে। আমাদের জন্য এ ধরণের ঘটনা লজ্জার। এই সরকার ১৬ কোটি মানুষের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় বসেছে, আমরা সরকারকে বলবো এ সব ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করুন। নাহলে অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা ছেড়ে দিতে হবে।’
ইতিহাস বিভাগের ৪৮ ব্যাচের শিক্ষার্থী শাকিল আলী বলেন, মাগুরায় সাত বছরের শিশুকে যে ধর্ষণের চেষ্টা করা হয়েছে এমন নয়, বরং তার গলায় গামছা পেঁচিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। গত তিন মাসে আমরা পত্রিকা খুললেই দেখতে পাই ধর্ষণ আর খুনের খবর। এসকল ধর্ষণ ও খুনের সঠিক বিচার অবশ্যই সরকারকে করতে হবে।