হাবিবুর রহমান সাগর,জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জুলাই গনঅভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচার নিশ্চিতে গড়িমসির অভিযোগ তুলে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক হামলাকারী ছাত্রলীগ সন্ত্রাসীদের পুনর্বাসনের প্রতিবাদে মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
আজ বুধবার দুপুরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
মানববন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, গনঅভ্যুত্থান পরবর্তী কয়েক মাস অতিবাহিত হতে চললেও জুলাই গনঅভ্যুত্থান আন্দোলন চলাকালীন সময়ে শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের বিচার এখনও করতে পারেনি প্রশাসন। এছাড়া, সম্প্রতি বিশ্ববিদ্যালয় প্রশাসন কর্তৃক হামলাকারী ছাত্রলীগের সন্ত্রাসীদের পুনর্বাসনের চেষ্টা চালানো হচ্ছে।
জাবি শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ফারহানা বিনতে জিগার ফারিহা বলেন, “হামলার সাত মাস পার হলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো কোনো মামলা করেনি বা তদন্ত প্রতিবেদন প্রকাশ করেনি। তারা বলেছিল, দ্রুত বিচার হবে, কিন্তু হামলাকারীদের শাস্তির বদলে তাদের সহযোগিতা করা হচ্ছে। এমনকি তারা পরীক্ষায়ও অংশ নিচ্ছে।”
তিনি আরও বলেন, “প্রয়োজনে আমরা কঠোর আন্দোলন গড়ে তুলব। এই প্রশাসনকে অপসারণ করে এমন একটি প্রশাসন প্রতিষ্ঠা করব, যারা ন্যায়বিচার নিশ্চিত করবে এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেবে।”
শিক্ষার্থীরা আরও অভিযোগ করেন, জাবি ছাত্রলীগের নির্বাহী সদস্য এবং পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলাম সোহান কারাগারে থেকেও পরীক্ষায় অংশ নিচ্ছেন। অন্যদিকে, আরেক অভিযুক্ত ছাত্রলীগ নেতা লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী ইয়া রাফি শিকদার আপন হাসপাতাল থেকে চতুর্থ বর্ষের শেষ পরীক্ষা দিচ্ছেন।
এর আগে, গত বছরের ১৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় প্রশাসন জুলাই গণঅভ্যুন্থানে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলার ঘটনার তদন্তে আট সদস্যের একটি কমিটি গঠন করে। কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু সাত মাস পেরিয়ে গেলেও এখনো সম্পূর্ণ প্রতিবেদন প্রকাশ করা হয়নি।