ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের সামাজিক, স্বেচ্ছাসেবী ও শিল্প সংগঠন বুননের ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। রোববার (২ মার্চ) ২২ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেয় সংগঠনটির উপদেষ্টারা।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের সাজিয়া তাসনিম আপন এবং সাধারণ সম্পাদক হিসেবে বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শাহারিয়ার প্রিন্স মনোনীত হয়েছেন।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি ফাহিম শাহরিয়ার, নওরিন নিথি ও সুমাইয়া হাসান জেবা। যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক মায়িশা মালিহা চৌধুরী, দপ্তর সম্পাদক মোহাম্মদ আশেক, অর্থ সম্পাদক ফাওজিয়া ফারজানা মিম, প্রচার সম্পাদক সাইমুম ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ওয়াসিফুর রহমান, আলপনা বিষয়ক সম্পাদক ইসরাত জাহান প্রমি, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক শেখ এ এম রুম্মান, ক্যারিয়ার বিষয়ক সম্পাদক জান্নাতুল মাওয়া জিম, ক্রিড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফারজানা বিনতে শরীফ।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন রিফাত হাসান, শান্ত শিশির, শাকিরুল ইসলাম, মাহবুব আলম ফাহিম, আল রিয়াদ হাসান, তাঞ্জিলা আক্তার এবং মুশফিকুর রহিম।
নব মনোনীত সভাপতি সাজিয়া তাসনিম আপন বলেন, বুনন একটি শিল্প সংশ্লিষ্ট সংগঠন। আমি সংগঠনের সকল সদস্যকে নিয়েই কাজ করবো। আমারে সংগঠনের নতুন দায়িত্ব দেওয়ায় সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করবো। দায়িত্ব পালনকালে সকলের সহযোগিতা কামনা করছি।