যবিপ্রবি প্রতিনিধিঃ
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বিজ্ঞান, মানবিক ও ব্যাবসা শিক্ষা বিভাগের ভর্তি পরীক্ষায় বিভিন্ন জেলা থেকে আগত শিক্ষার্থীদের ব্যাগ, মোবাইল, বই, খাতা জমা রাখাসহ লেবুর শরবত ও সুপেয় পানির ব্যবস্থা করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উন্নতমমশির সহ বিভিন্ন ক্লাব-সংগঠন।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) গুচ্ছ ভর্তি পরীক্ষায় বিভিন্ন জেলা থেকে আগত প্রায় চার হাজার পরীক্ষার্থী ও তাদের সঙ্গে আসা অভিভাবকদের জন্য ইনফরমেশন অ্যান্ড হেল্পডেস্ক স্টল দিয়ে সার্বিক সহযোগিতা করতে দেখা গেছে উন্নত মম শির, কুষ্টিয়া জেলা সমিতি, খুলনা জেলা সমিতি, ইসলামিক কালচারাল সোসাইটি , বিএনসিসির ও রোভার স্কাউটের শিক্ষার্থীদের।
এদিন বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের পাশে বিনামূল্যে সুপেয় লেবুর শরবত ও পানির ব্যবস্থা করে এন্টি ড্রাগ সোসাইটি অব জাস্ট এবং ইসলামিক কালচারাল সোসাইটি অব জাস্টের শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের ব্যাগ, মোবাইল, বই, খাতা জমা রাখাসহ ইনফরমেশন অ্যান্ড হেল্পডেস্ক স্টল দিয়ে সার্বিক সহযোগিতা করে যবিপ্রবির উন্নত মম শির ও কুষ্টিয়া জেলা সমিতির শিক্ষার্থীরা। এছাড়া, অভিভাবকদের জন্য যবিপ্রবির টি. এস. সি. ভবনে বসার ব্যবস্থা করে উন্নত মম শিরের সদস্যরা।
এন্টি ড্রাগ সোসাইটি অব জাস্টের সভাপতি আল আমিন বলেন, শাবিপ্রবির ভর্তি পরীক্ষা উপলক্ষে তীব্র ভ্যাপসা গরমে পরীক্ষার্থী এবং অভিভাবকদের পানির তৃষ্ণা মেটাতে আমরা কাজ করেছি। সবাইকে বিনামূল্যে পানি খাওয়ানোর জন্য আমাদের টিম স্বতঃস্ফূর্তভাবে কাজ করেছে। আমাদের ইচ্ছা ভবিষ্যতেও যেন এই ধরনের সেবামূলক কাজ করতে পারি। এর পাশাপাশি ক্যাম্পাসকে মাদকমুক্ত করার যে লক্ষ্য, তা যেন আরও ভালোভাবে বাস্তবায়ন করতে পারি।
সুপেয় পানি খেতে আসা এক অভিভাবক বলেন, দূর-দূরান্ত থেকে আসা পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য ফ্রি পানির ব্যবস্থা অনেক সুন্দর একটি উদ্যোগ। এই গরমের মধ্যে আমাদের পানির পিপাসা মেটানোর জন্য দায়িত্বরত শিক্ষার্থীদের অনেক ধন্যবাদ। তারা সুন্দর কাজ করে যাচ্ছে।