আশরাফুল ইসলাম,শেকৃবি প্রতিনিধি
সারাদেশে ধর্ষণ, ছিনতাই ও ডাকাতির ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাওয়ায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) শাখা ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে। সংগঠনটির নেতাকর্মীরা এই অপরাধ প্রবণতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সরকারের দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
২৫ ফেব্রুয়ারি, রাত ১১ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এই বিক্ষোভ মিছিলে ছাত্রদল নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করেন এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তাঁরা মনে করেন, বিচারহীনতার সংস্কৃতি ও প্রশাসনিক ব্যর্থতার কারণে দেশে ধর্ষণসহ নানা অপরাধ আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে।
শেকৃবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলমগীর কবির বলেন, “সম্প্রতি সারাদেশে ধর্ষণ, চুরি, ছিনতাই ও ডাকাতির মতো অপরাধ বেড়ে গেছে। মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই আমরা অসংখ্য ভয়াবহ ঘটনার খবর পেয়েছি। আমরা এসব ঘটনার বিরুদ্ধে সোচ্চার হয়েছি এবং প্রশাসন ও সরকারের কাছে বিচার দাবি করছি। আমরা চাই, বাংলাদেশ আবার আগের মতো শান্তি ও নিরাপত্তার দেশে পরিণত হোক, যেখানে মানুষ অবাধে চলাফেরা করতে পারবে। সেই লক্ষ্যে আজ শেকৃবি ছাত্রদল এই প্রতিবাদ মিছিল আয়োজন করেছে।”
শাখা সভাপতি তাপস কবির বলেন, “জুলাই বিপ্লবের অসংখ্য শিক্ষার্থীর আত্মত্যাগের বিনিময়ে আমরা আজকের এই অবস্থানে পৌঁছেছি। এখন আমাদেরই দায়িত্ব নিতে হবে। দেশের বর্তমান সংকটপূর্ণ পরিস্থিতিতে আমরা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে, যেন অপরাধীদের আইনের আওতায় আনা হয় এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটে।”
বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল—“আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই”, “একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা জেলে ভর”, “সারা বাংলা খবর দে, ধর্ষকের কবর দে”, “ছাত্রদল যুদ্ধে, ধর্ষকের বিরুদ্ধে”
উল্লেখ্য, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, নারী নির্যাতন ও অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। শিক্ষার্থীরাও এই পরিস্থিতির বিরুদ্ধে সোচ্চার হয়ে রাস্তায় নেমেছে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণবিরোধী আন্দোলন হয়েছে।