হাবিবুর রহমান সাগর, জাবি প্রতিনিধি
সারাদেশে অব্যাহত ধর্ষণ, নারী নিপীড়ন এবং অনিরাপত্তার প্রতিবাদে মশাল মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’ এর ব্যানারে জাবির কেন্দ্রীয় শহীদ মিনারের চত্বর থেকে এ মিছিল শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের আবাসিক হল, পরিবহন চত্বর, প্রশাসনিক ভবন সংলগ্ন সড়ক ঘুরে বটতলায় গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
মিছিলে শিক্ষার্থীরা ‘দফা এক দাবি এক, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ’, ‘সারাদেশে ধর্ষণ কেন, ইন্টেরিম জবাব দে’, ‘মা-বোনদের নিরাপত্তা দে, নইলে গদি ছাইড়া দে’ প্রভৃতি স্লোগান দেয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা আইন-শৃঙ্খলার চরম অবনতি ও পরিস্থিতি সামাল দিতে ব্যর্থতার অভিযোগ তুলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগেরও দাবি জানান।
এসময় জাবি ছাত্র ইউনিয়ন একাংশের সভাপতি অমর্ত্য রায় বলেন, গতরাতে স্বরাষ্ট্র উপদেষ্টাকে দেখলাম তিনি বলছেন দেশে এরকম বিশৃঙ্খল পরিস্থিতি আওয়ামী লীগের দোসররা করছে। তাহলে কেন তাদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে না? গত ৭ মাসে পুলিশ প্রশাসনে যে সংস্কার দরকার তার কোন উন্নতি আমরা দেখিনি। বাসে, ট্রেনে, পথে, বাসায় কোথাও কোন মা-বোনদের নিরাপত্তার লেস মাত্র আমরা দেখছি না।
স্বৈরাচার হাসিনা সরকারের মতো ইউনূস সরকারকে সরানোর জন্য একই শপথের জনমত তৈরি হচ্ছে। আমরা অনতিবিলম্বে আইন-শৃঙ্খলা অবনতির দায়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দেখতে চাই এবং অন্তর্বর্তী সরকারের শক্ত কার্যক্রম দেখতে চাই। আমরা ধর্ষণ, নিপীড়ন ও অনিরাপত্তা থেকে মুক্তি চাই।