সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি:
সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও আরিফ সোহেলের স্বাক্ষরিত এক বিবৃতিতে ৯৬ সদস্যবিশিষ্ট এই কমিটির ঘোষণা দেওয়া হয়।
কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিখন ইসলাম এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন শামস উদ্দিন। মুখ্য সংগঠকের দায়িত্ব পেয়েছেন আল-আমিন, আর মুখপাত্র হিসেবে থাকবেন শাহজালাল মিয়াজী জিহাদ।
নবনিযুক্ত আহ্বায়ক লিখন ইসলাম বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে আসছে। এই আন্দোলনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য গর্বের ও চ্যালেঞ্জিং এক অভিজ্ঞতা। আমাদের লক্ষ্য হবে শিক্ষাপ্রতিষ্ঠানের ভেতরে ও বাইরে যেকোনো বৈষম্য দূর করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা করা এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষার পরিবেশ গড়ে তোলা।”
এ বিষয়ে সদস্য সচিব শামস উদ্দিন বলেন, “শিক্ষাঙ্গনে ও সমাজে যে বৈষম্য বিরাজমান, তার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। এটি শুধু একটি পদ নয়, বরং পরিবর্তন আনার একটি সুযোগ। যদিও এটি কঠিন কাজ, তবে দলগত প্রচেষ্টা ও সচেতন শিক্ষার্থীদের সহায়তায় আমরা বৈষম্যহীন একটি ক্যাম্পাস গড়ে তুলতে পারব বলে বিশ্বাস করি।”
বিবৃতিতে জানানো হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত আহ্বায়ক কমিটি আগামী ছয় মাস দায়িত্ব পালন করবে এবং এই সময়ের মধ্যে তারা ক্যাম্পাসে বৈষম্য দূরীকরণ ও শিক্ষার্থীদের ন্যায়সংগত অধিকারের প্রশ্নে সক্রিয় ভূমিকা পালন করবে।