পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বরিশাল ক্যাম্পাসের শিক্ষার্থীরা শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত ৮:৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কাজী রফিকুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাতকার করেন। এসময় ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা সমাধানে মতবিনিময় করেন শিক্ষার্থীরা।
মূল ক্যাম্পাস থেকে আলাদা হওয়াতে বিগত সরকারের সময়ে এই ক্যাম্পাসে পড়েনি তেমন উন্নয়নের ছোঁয়া। বরং মোড়ানো ছিল দূর্নীতি ও চরম অব্যবস্থাপনায়। কিন্তু বর্তমানে অধ্যাপক ডা. কাজী রফিকুল ইসলাম উপাচার্য হিসেবে নিয়োগের পর থেকে পরিবর্তন হয়েছে সেই প্রেক্ষাপট। যার প্রেক্ষিতে আশার আলো দেখতে শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের বরিশাল ক্যাম্পাসের শিক্ষার্থীরা।
এই বিষয়গুলো সামনে রেখে শিক্ষার্থীরা উপাচার্যের কাছে দাবি করেন দ্রুততম সময়ের মধ্যে ক্যাম্পাসের গেট নির্মাণ, টিএসসি ও ক্যাফেটেরিয়া তৈরি করতে হবে। এছাড়া শ্রেণীকক্ষে সাউন্ড সিস্টেম, হলগুলোতে পানির ফিল্টার, ইলেক্ট্রিক জেনারেটর বসানোসহ বিভিন্ন সমস্যা উপস্থাপন করা হয়।
উপস্থিত শিক্ষার্থীরা বলেন, “আমাদের ক্যাম্পাস মূল ক্যাম্পাস থেকে আলাদা হওয়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পর্যাপ্ত নজরদারির ঘাটতি রয়েছে। ফলে পর্যাপ্ত উন্নয়নের বড্ড অভাব রয়েছে এখানে। তাই প্রশাসনের কাছে আমাদের দাবি, ক্যাম্পাসে দায়িত্বরত কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করতে হবে এবং আমাদের দৃশ্যত সমস্যা সমাধান করতে হবে।”
এসময় উপাচার্য অধ্যাপক ডা. কাজী রফিকুল ইসলাম বলেন, “আমরা অবগত আছি যে এই ক্যাম্পাসে অনেক সমস্যা রয়েছে। সেই প্রেক্ষিতে আমরা একটার পর একটা সমস্যা সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ সকল সমস্যা সমাধান হবে, এর জন্য একটু সময় লাগবে।”
তিনি আরো বলেন, “ক্যাম্পাসে ক্যাফেটেরিয়া তৈরির উদ্যোগ ইতোমধ্যেই নেওয়া হয়েছে। শুধু যায়গা নির্বাচন করা হলেই দ্রুততম সময়ের মধ্যে নির্মাণ কাজ শুরু করা হবে।”
এ বিষয়ে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন ডিসিপ্লিনের ১৯তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান বলেন, “স্যার যেহেতু প্রথম প্রায়োরিটি ক্যাফেটরিয়া ও গেটের উপর দিয়েছেন এবং ক্যাফেটেরিয়ার স্থান নির্ধারণের উপর গুরুত্ব আরোপ করেছেন। সেহেতু স্যারের নির্দেশনা মোতাবেক ক্যাফেটরিয়ার স্থান নির্ধারণের লক্ষ্যে প্রথমে আমরা ফ্যাকাল্টির ডিন মহোদয়ের সাথে কথা বলবো এবং স্থান নির্ধারিত হওয়ার পর দ্রুততম সময়ের মধ্যে ক্যাফেটরিয়া নির্মাণের জন্য ভিসি স্যারকে অনুরোধ করবো।”