জাবি প্রতিনিধি :
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গানের মিছিল ‘’কন্ঠ মুক্তির গান’ আয়োজন করেছে জাহাঙ্গীরনগর বাচাও আন্দোলন।
২১ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের ছবি চত্বর থেকে গানের মিছিলটি শুরু করেন শিক্ষার্থীরা। মিছিলটি ট্রান্সপোর্ট চত্বর মেয়েদের হল হয়ে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ জাতীয় সংগীতের মাধ্যমে শেষ হয়।
গানের মিছিলে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভূলিতে পারি; ওরা আমার মুখে ভাষা কেড়ে নিতে চায়;ধন্য ধান্যে পূষ্পেভরা আমাদের বসুন্দরা প্রভৃতি দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের ৫১ ব্যাচের শিক্ষার্থী সজিব আহমেদ বলেন, আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘কন্ঠ মুক্তির গান ‘ নামে গানের মিছিল করেছি। সেখানে আমরা মূলত প্রত্যেক জাতিগোষ্ঠীর মায়ের ভাষায় কথা বলবার, লিখবার স্বাধীনতার বার্তা দেয়ার চেষ্টা করেছি। সেইসাথে পৃথিবীর প্রত্যেক ভাষা ও সংস্কৃতির উপর যেকোনো ধরনের আগ্রাসন ও প্রতিবন্ধকতার বিরুদ্ধে প্রতিরোধের আহ্বান জানাই।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ৪৭ ব্যাচের শিক্ষার্থী প্রাপ্তি তাপসি দে বলেন, ৫২ সালের একুশ থেকে আমরা দেখতে পাই যুগে যুগে যতবার আমাদের কন্ঠরোধ করা হয়েছে আমরা প্রতিবারেই লড়াই সংগ্রাম করেই অধিকার পুনপ্রতিষ্ঠিত করেছি। সকলে মিলে গান গাওয়ার মাধ্যমে আমরা সকলকে এই বার্তা দিতে চাই যতবার আমাদের কন্ঠরোধ করা হবে ততবারই আমরা আমাদের মাতৃভাষায় কন্ঠমেলে প্রতিরোধ গড়ে তুলব
তিনি আরও বলেন, আমাদের গণ অভ্যুত্থানের মূল ভিত্তিই হলো বায়ান্ন এবং একাত্তর। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমাদের প্রত্যাশা থাকবে আমরা সকলেই বাংলাদেশের নাগরিক, সকলেই যাতে নিজ নিজ মাতৃভাষায় জ্ঞানচর্চার মাধ্যমে আমাদের দেশকে আরও উন্নত করতে পারি। আমরা নতুন বাংলাদেশে কারো মাতৃভাষার উপর কোনো অন্যায় হস্তক্ষেপ দেখতে চাই না।