গোবিপ্রবি প্রতিনিধি:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
৬ মাসের এ আহবায়ক কমিটিতে বেলাল হোসেন (আরিয়ান) কে আহবায়ক ও ওমর শরীফ সরকারকে সদস্য সচিব করে ৮১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠান করা হয়েছে।
১৯ ফেব্রুয়ারী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহবায়ক আহসাত আব্দুল্লাহ সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন ১ জন। যুগ্ম আহ্বায়ক ৯ জন। সিনিয়র যুগ্ম সদস্যসচিব ১ জন। যুগ্ম সদস্য সচিব ৭ জন। মুখ্য সংগঠক ২ জন। মুখপাত্র ৫৯ জন।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন মো. ফয়সাল জামান ফাহিম। যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন সোহেল রানা, মো. আব্দুল মাবুদ শেখ, মারিয়ো মালিক সূচী, বুলবুল আহমেদ, বোরহান শেখ, ইমরান খান, মো. শামীম রেজা, মো. খিজির আলম, ও ফয়সাল আহমেদ।
সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবে আছেন হাবিবুর রাহমান, যুগ্ম সদস্য সচিব হিসেবে আছেন জুলকারনাইন আকাশ, মো. হাফিজুর রহমান হিরক, মো. সাদমান সাকিব, মুজাহিদ হোসাইন সরকার, হাবিবুর রহমাস ও মো. শাবিক আহমেদ।
কমিটির আহ্বায়ক বেলাল হোসেন আরিয়ান বলেন, ‘ফ্যাসিবাদমুক্ত রাষ্ট্রব্যবস্থা ও বৈষম্যহীন সমাজব্যবস্থা গড়তে নেতৃত্ব দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
জুলাইয়ের গণ-আন্দোলনে গণ হত্যার বিচার, আগামীর সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের বাংলাদেশ বিনির্মাণে সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজ করে যাবো। একইসাথে, শিক্ষার্থীদের সকল অধিকার বাস্তবায়নে কাজ করতে চাই সবাই মিলে।