ইবি প্রতিনিধি:
‘জুলাই আন্দোলনে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা করেছে। কুয়েটে যদি ছাত্রদল হামলা করে থাকে তাহলে তাদের অবস্থা ছাত্রলীগের মতই হবে।
‘খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে এ কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার সমন্বয়ক এস.এম.সুইট ।
এসময় তিনি আরও বলেন, ‘কতিপয় সন্ত্রাসীরা আমাদের ভাইদের শরীর থেকে রক্ত ঝরিয়েছে। এই ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তাদের চিহ্নিত করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে অন্যথায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের আন্দোলন সারা দেশে ছড়িয়ে পড়বে।’
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ৯টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে মিছিল শুরু করে শিক্ষার্থীরা।
মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। মিছিলে শিক্ষার্থীরা ‘শিক্ষা সন্ত্রাস, এক সাথে চলে না’, ‘আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙ্গে দাও গুড়িয়ে দাও’।