হাবিবুর রহমান সাগর,জাবি প্রতিনিধি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শেষ দিনের ভর্তি পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ’সি-১’ ইউনিটের প্রথম শিফটের পরীক্ষার মধ্য দিয়ে শেষ দিনের ভর্তি কার্যক্রম শুরু হয়।
ভর্তি পরীক্ষার শেষ দিনে প্রথম শিফটে ‘সি-১’ ইউনিটের অন্তর্ভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের (ছেলে-মেয়ে উভয় শিক্ষার্থী) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরের তিন শিফটে ‘বি’ ইউনিটের অন্তর্ভুক্ত সমাজবিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
‘সি-১’ ইউনিটের অন্তর্ভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগে মোট ৬৪টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ৫ হাজার ৫০৪টি, সে হিসেবে আসনপ্রতি লড়ছেন প্রায় ৮৬ জন শিক্ষার্থী।
অন্যদিকে ‘বি’ ইউনিটের অন্তর্ভুক্ত সমাজবিজ্ঞান অনুষদে ৩২৬টি আসনের বিপরীতে আবেদন করেছেন ২৩ হাজার ৭৬৯ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১০ হাজার ৮৫৮ জন, ছাত্রী ১২ হাজার ৯১৯ জন। সে হিসেবে ‘বি’ ইউনিটে আসন প্রতি লড়ছেন প্রায় ৭৩ জন শিক্ষার্থী।
প্রসঙ্গত, ‘সি-১’ ইউনিটের অন্তর্ভুক্ত নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের লিখিত পরীক্ষায় (এমসিকিউ) উত্তীর্ণ শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য ২৩ ফেব্রুয়ারি (রোববার) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগে উপস্থিত থাকতে হবে এবং চারুকলা বিভাগে উত্তীর্ণ শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা ২৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল ১১টায় অনুষ্ঠিত হবে।