মেহেদী হাসান, যবিপ্রবি প্রতিনিধি :
ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজের সকল কর্মরত জনবল কে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) এর নির্দেশনা মোতাবেক ভেটেরিনারি মেডিসিন অনুষদ, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আত্তীকরণের দাবি জানানো হয়।
রবিবার (১৬ ফেব্রুয়ারী) যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের পাশে মানববন্ধন করেন শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।
এ সময় ভেটেরিনারি মেডিসিন অনুষদের খণ্ডকালীন প্রভাষক ডা. মো. তারেক মুসা বলেন ‘আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে। আমরা ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষদ হিসেবে অন্তর্ভুক্তির লক্ষ্যে ২০১৫ সাল থেকে আন্দোলনসহ নানাবিধ কর্মসূচীতে শিক্ষার্থীদের পাশে ছিলাম। আন্দোলনের প্রেক্ষিতে ২০২৩ সালে কলেজটিকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুষদ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু বিশ্ববিদ্যালয়ের পূর্বের প্রশাসন বিভিন্ন পর্যায়ের জনবলকে বাদ দিয়ে হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করে। ফলে আমরা শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী সহ অর্ধ শতাধিক জনবল বৈষম্যের শিকার হচ্ছি।
তিনি আরো বলেন, ‘একই সাথে হস্তান্তর হওয়া সিরাজগঞ্জ সরকারি ভেটেরিনারি কলেজ ঠিকঠাক হস্তান্তর ও আত্মীকরণ হলেও আমাদের না হওয়ার ব্যাপারে তদন্ত করা হোক। বিভিন্ন মেয়াদে বহিষ্কৃত পূর্বের স্বৈরাচারী প্রশাসনের প্রশ্নবিদ্ধ হস্তান্তর পক্রিয়ার ব্যাপারে তদন্ত করা হোক। আমাদের প্রাপ্য বুঝিয়ে দেওয়া হোক।
অফিস সহায়ক জাহিদুল ইসলাম বলেন, ‘আমরা এখানে থাকবো বলেই কলেজের প্রতিষ্ঠাকালীন সময় থেকে রয়েছি। আমাদেরও পরিবার আছে। এভাবে আর হয়না। এই বয়সে অন্য চাকরি খুঁজে পাওয়াও কঠিন। আমরা এখানে স্থায়ী ভাবে নিয়োগ চাই।
এছাড়া শিক্ষকদের এসব দাবীর সাথে একমত পোষণ করেছে ভেটেরিনারি মেডিসিন অনুষদের শিক্ষার্থীরা। তারা বলেন, শিক্ষক সংকটের ফলে আমাদের এখানে নতুন শিক্ষার্থী ভর্তি নেওয়া হচ্ছে না। পূর্বের সব জনবলকে স্থায়ীকরণের পাশাপাশি আরো জনবল নিয়োগের মাধ্যমে আমাদের দৃশ্যমান সমস্যার সমাধান করা হোক। চলতি শিক্ষা বর্ষেই নতুন শিক্ষার্থী ভর্তি নেওয়া হোক।