মোঃ কাজী ওমর শরীফ, চবি প্রতিনিধিঃ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ সভার আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এর সংবিধানকে যুগোপযোগী করার লক্ষ্যে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। কমিটির মতে, সংবিধান সংস্কারের ক্ষেত্রে শিক্ষার্থীদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই উদ্দেশ্যে আগামী ১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার, বেলা ২:০০ টায় সমাজ বিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে। উক্ত সভায় শিক্ষার্থীদের মতামত গ্রহণ করা হবে এবং সংবিধান হালনাগাদে তাদের মতামত প্রাধান্য পাবে।
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) এবং চাকসু সংবিধান রিভিউ কমিটির সভাপতি অধ্যাপক ড. মোঃ কামাল উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের যথাসময়ে উপস্থিত থেকে মতামত প্রদান করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা করছে, শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে চাকসুর সংবিধান আরও আধুনিক ও কার্যকর হবে, যা তাদের স্বার্থ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।