মোঃ আলী মোর্তজা, বুটেক্স প্রতিনিধি:
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ‘শেখ হাসিনা’ হলের পরিবর্তন করা হয়েছে। নতুন নাম রাখা হয়েছে ‘বীর প্রতীক ক্যাপ্টেন সিতারা বেগম হল’। গত সোমবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ৯১ তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ‘শেখ হাসিনা’ হলের নাম পরিবর্তন করে ‘বীর প্রতীক ক্যাপ্টেন সিতারা বেগম হল’ করা হয়েছে।
তবে নতুন এ নাম নিয়ে সামজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে এবং তারা তাদের প্রস্তাবিত নামগুলোকে গুরুত্ব দেওয়া হয় নি বলে জানান।
উল্লেখ্য বুটেক্স শিক্ষার্থীরা বেশ কিছুদিন ধরে শেখ হাসিনা হলের নাম পরিবর্তনে দাবি জানিয়ে আসছিল। দীর্ঘদিন পেরিয়ে গেলেও কোনো সিদ্ধান্ত না আসায় পরে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর তা চারদিকে আলোড়ন সৃষ্টি করে এতে টনক নড়ে প্রশাসনের।