মোঃ কাজী ওমর শরীফ, চবি প্রতিনিধি:
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষকের গায়ে হাত তোলার ঘটনায় আইন বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী আফসানা এনায়েত এমিকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে তার সনদ বাতিলেরও সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এছাড়া শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলা এবং লাঞ্ছনার ঘটনায় ৯ জনকে দুই বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে ধর্ম অবমাননার মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে আরও এক শিক্ষার্থীকে দুই বছরের জন্য এবং আরেকজনকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স, হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চবি প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ। তিনি জানান, বহিষ্কৃতদের তালিকা রাতে প্রকাশ করা হবে।
বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থানের অংশ হিসেবে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।