ঢাকা, ১২ ফেব্রুয়ারি ২০২৫: ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির (EWU) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের প্রাক্তন ছাত্র রিফাত নাবি এবং ‘অভ্র কীবোর্ড’ ডেভেলপমেন্ট টিম একুশে পদকের জন্য মনোনীত হয়েছেন। এটি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির জন্য একটি গর্বের মুহূর্ত।
রিফাত নাবি, যিনি ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির (EWU) থেকে স্নাতক সম্পন্ন করেন, ‘অভ্র’ কীবোর্ড টিমের অন্যতম সদস্য হিসেবে বাংলা টাইপিং প্রযুক্তির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। অভ্র কীবোর্ডের মাধ্যমে বাংলায় কম্পিউটিং সহজ ও সর্বজনীন হয়েছে, যা বাংলা ভাষার ডিজিটাল ব্যবহারে বিপ্লব ঘটিয়েছে।
একুশে পদক বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা, যা ভাষা, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তি, সাহিত্যসহ বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের জন্য প্রদান করা হয়। ‘অভ্র কীবোর্ড’ বাংলা কম্পিউটিংয়ে যুগান্তকারী পরিবর্তন এনেছে, যা আজ বিশ্বের লাখো ব্যবহারকারীর কাছে অতি গুরুত্বপূর্ণ সফটওয়্যার হিসেবে স্বীকৃত।
EWU পরিবার এই গৌরবময় অর্জনে রিফাত নাবি এবং ‘অভ্র’ টিমকে অভিনন্দন জানিয়েছে এবং ভবিষ্যতেও তাদের সাফল্য কামনা করেছে।