আশরাফুল ইসলাম,শেকৃবি প্রতিনিধি
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) আনুষ্ঠানিকভাবে গঠিত হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআা) আহ্বায়ক কমিটি। সংগঠনের কেন্দ্রীয় কমিটির অনুমোদনে আগামী ছয় মাসের জন্য এই কমিটি দায়িত্ব পালন করবে।
ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আসাদুল্লাহ, আর সদস্য সচিবের দায়িত্বে রয়েছেন মো. আল রাকিব। এছাড়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী নাফিস সোয়াদ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব আকিব আল আজাদ, মুখ্য সংগঠক মো. আনাছ বিন সোলাইমান এবং মুখপাত্র মাহমুদা ইয়াসমিন মালা এই কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন।
নবগঠিত কমিটির আহ্বায়ক মো. আসাদুল্লাহ বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দেশের শিক্ষাঙ্গনে ইতিবাচক ভূমিকা রেখে চলেছে। আমরা শেকৃবিতে এই আন্দোলনকে আরও সুসংগঠিত করে এগিয়ে নিতে চাই। গণঅভ্যুত্থানের স্পিরিট ধারণ করে আমরা বৈষম্য দূরীকরণে কাজ করে যাব।’