ইরফান উল্লাহ, ইবি প্রতিনিধিঃ
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সাহিত্য সংসদের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মো. হাসেম আলী সেখ ও সাধারণ সম্পাদক হিসেবে অর্থনীতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের সৌরভ কুমার দত্ত মনোনীত হয়েছেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকালে সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. শেখ মো. রেজাউল করিম, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
কমিটির বাকি সদস্যরা হলেন, সহ-সভাপতি সোহেলী তাবাসসুম জান্নাত ও মো.রেহেনুল ইসলাম চমক, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নুসরাত জাহান তুসমি, সাংগঠনিক সম্পাদক হিসেবে সায়েম আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. মাহফুজ হোসেন, দপ্তর সম্পাদক হিসেবে মূসা ইব্রাহিম, সহ-দফতর সম্পাদক হিসেবে ধ্রুব আহমেদ রনি, অর্থ-সম্পাদক হিসেবে আব্দুল্লাহ আল সদর, সহ অর্থ সম্পাদক হিসেবে তানজিলা জাহান সুখী, গ্রন্থার-সম্পাদক হিসেবে মো. সাকিব আল হাসান, সহ গ্রন্থাগার হিসেবে মাহাদি হাসান, পাঠচক্র সম্পাদক হিসেবে মো. সোহানুর রহমান, প্রচার সম্পাদক হিসেবে সানজিদ আহমেদ, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেহেনাজ আফরিন মেঘ। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে শিশির কবির, সোহানুর রহমান শাওন, যুক্ত্য যতি গোলদার, তাসনিম বিনতে হারুন ও তাসকিয়া মুরসালিনকে মনোনীত করা হয়।
সংগঠনটির সভাপতি মো. হাসেম আলী সেখ বলেন, প্রতিষ্ঠা লগ্ন থেকেই সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের নিয়মিত পাঠচক্র ও সাহিত্য বিষয়ক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশ্ববিদ্যালয়ে যে কয়টি বুদ্ধিভিত্তিক সংগঠন আছে তাদের মধ্যে ইবি সাহিত্য সংসদ অন্যতম। নতুন কমিটির সবার নিকট আহ্বান থাকবে আন্তরিকতার সাথে অর্পিত দায়িত্বসমূহ যথাযথ ভাবে পালন করবেন।
উল্লেখ্য, ইবি সাহিত্য সংসদ ২০১৬ সালে প্রতিষ্ঠার পর থেকেই বিশ্ববিদ্যালয়ে সাহিত্য বিষয়ক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সংগঠনটির উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘শব্দতট’ নামে সাহিত্য পত্রিকা প্রকাশ, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিনির্ভর দেয়ালিকা প্রকাশ এবং ‘অতন্দ্র’ নামে সাময়িকী প্রকাশ। এছাড়া নানামাত্রিক জ্ঞানার্জন ও তরুণ লেখক সৃষ্টির উদ্দেশে নিয়মিত পাঠচক্র ও সাহিত্য আড্ডার আয়োজন করে আসছে সংগঠনটি।