হাবিবুর রহমান সাগর, জাবি প্রতিনিধি :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে (৫৪তম ব্যাচ) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আজ দ্বিতীয় দিনের পরীক্ষা শুরু হয়েছে। এতে ‘ডি’ ইউনিটের (জীববিজ্ঞান অনুষদ) পুরুষ শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় এই পরীক্ষা শুরু হয়। এই ইউনিটের পরীক্ষা চলবে চতুর্থ শিফট পর্যন্ত। পরে পঞ্চম শিফটে আইবিএ-জেইউর (ছেলে-মেয়ে উভয়) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ইউনিট ভিত্তিক আবেদন বিশ্লেষণ করে দেখা যায়, সবচেয়ে বেশি আবেদন পড়েছে জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে। ৩১০ আসনের বিপরীতে আবেদন পড়েছে ৮৬ হাজার ৭৮৮টি। প্রতিটি আসনের জন্য ২৮০ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী প্রতিযোগিতা করছেন। এছাড়া পঞ্চম শিফটের ‘আইবিএ-জেইউ’এ ৫০ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৪ হাজার ৬৮৮টি।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এবারের ভর্তি পরীক্ষায় মোট ১ হাজার ৮১৪টি আসনের বিপরীতে ২ লাখ ৬২ হাজার ৪৯০টি আবেদন জমা পড়েছে। সে হিসাবে প্রতিটি আসনের বিপরীতে প্রায় ১৪৫ জন শিক্ষার্থী লড়বেন।
এর আগে, গতকাল ভর্তি ‘ডি’ ইউনিটের (জীববিজ্ঞান অনুষদ) প্রথম দিনে নারী পাঁচাটি শিফটে নারী শিক্ষার্থীরা পরীক্ষা দেয়। এদিন ভিসি প্রফেসর মোহাম্মদ কামরুল আহসান বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের পরীক্ষা কেন্দ্রে পরিদর্শন করেন৷ প্রথম দিনের পরীক্ষায় তীব্র যানজটে অনেক শিক্ষার্থী আসতে দেরী হওয়ায় সার্বিক দিক বিবেচনা করে জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ মাফরুহী সাত্তার বলেন, অতিরিক্ত যানযট বিবেচনা করে প্রথম শিফটে ৩০ মিনিট পর্যন্ত এই সুযোগ দেওয়া হয়েছিল।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম রাশিদুল আলম বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন, সাভার সেনানিবাসের মিলিটারি পুলিশ, ঢাকা জেলা পুলিশ ও সাভার উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে খুব ভোর থেকেই ট্রাফিক ব্যবস্থাপনা কাজ করে যাচ্ছে। যেখানে মোটরসাইকেল এলাউ করা হচ্ছে না এবং গাড়িসমূহ বিশ্ববিদ্যালয়ের ভিতরে নির্দিষ্ট স্থানে পার্কিং করছে। আমাদের এই কার্যক্রম পরীক্ষার শেষদিন পর্যন্ত চলমান থাকবে।”